Advertisement

Ram Navami festival Security Bengal: রামনবমী উপলক্ষে কঠোর নিরাপত্তা রাজ্যজুড়ে, পুলিশি নজরদারি

Ram Navami festival Security Bengal: রাজ্যজুড়ে রাম নবমী উপলক্ষে সম্পূর্ণ শান্তি বজায় রাখতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। আগে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনার কথা মাথায় রেখে এবার আরও কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন এক শীর্ষ পুলিশ কর্মকর্তা। 

রামনবমী উপলক্ষে কঠোর নিরাপত্তা রাজ্যজুড়ে, পুলিশি নজরদারি। ফাইল ছবিরামনবমী উপলক্ষে কঠোর নিরাপত্তা রাজ্যজুড়ে, পুলিশি নজরদারি। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2025,
  • अपडेटेड 12:01 AM IST

Ram Navami festival Security Bengal: রাম নবমী (Ram Navami 2025) উপলক্ষে ২ এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য (West Bengal Police)। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আগেই। এবার এডিজির (আইন ও শৃঙ্খলা) তরফে রাম নবমীকে কেন্দ্র করে ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল, রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবে, তার তালিকাও প্রকাশ করা হল। ভবানীভবন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া শহর ও গ্রামীণ, ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারের জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

রাজ্যজুড়ে রাম নবমী উপলক্ষে সম্পূর্ণ শান্তি বজায় রাখতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। আগে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনার কথা মাথায় রেখে এবার আরও কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন এক শীর্ষ পুলিশ কর্মকর্তা। রাজ্যের প্রতিটি জেলায়, বিশেষত যেসব জায়গা আগে থেকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে, যাতে কোনোভাবেই শান্তিভঙ্গ না হয়। "পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার পুলিশ প্রশাসনকে কড়া নজরদারি বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে," জানালেন ওই কর্মকর্তা।

কঠোর নিরাপত্তার ব্যবস্থা
শৃঙ্খলা রক্ষায় বিশেষ পদক্ষেপ হিসেবে ৯ এপ্রিল পর্যন্ত সব পুলিশ কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর ও মালদার মতো স্পর্শকাতর জেলাগুলিতে কড়া নজরদারি রাখা হচ্ছে। পুলিশের নিয়মিত টহলদারি চলবে, মাইকে প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক করা হবে।

আরও পড়ুন

"সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালের ওপর কড়া নজর রাখা হচ্ছে, যাতে কোনো গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে," জানালেন এক আইপিএস অফিসার।

কলকাতায় বিশেষ নজরদারি
শহর কলকাতায় প্রায় ৫,০০০ পুলিশ মোতায়েন থাকবেন। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, পাশাপাশি ড্রোনের সাহায্যে আকাশপথেও নজরদারি চালানো হবে।

Advertisement

প্রসেশন নজরদারির বিশেষ পরিকল্পনা
রাম নবমীর শোভাযাত্রার ওপর আলাদা নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি শোভাযাত্রার ছবি ও ভিডিও সংগ্রহ করা হবে। ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক করা হবে যাতে উৎসব পালনের ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

 

Read more!
Advertisement
Advertisement