Advertisement

Fossils Ex Guitarist Suicide: জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলসের প্রাক্তনীর ঝুলন্ত দেহ উদ্ধার, সঙ্গীতমহলে শোকের ছায়া

Fossils Ex Guitarist Suicide: জানা গিয়েছে তাঁরই এক ব্যান্ড সদস্য মহুল চক্রবর্তী প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেন। চন্দ্রমৌলি বাংলা ব্যান্ড ‘ফসিল্‌স’-এর প্রাক্তন সদস্য। এ ছাড়াও ‘গোলক’, ‘জ়ম্ব্ কেজ কন্ট্রোল’ নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলসের প্রাক্তনীর ঝুলন্ত দেহ উদ্ধার, সঙ্গীতমহলে শোকের ছায়াজনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলসের প্রাক্তনীর ঝুলন্ত দেহ উদ্ধার, সঙ্গীতমহলে শোকের ছায়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2025,
  • अपडेटेड 11:08 PM IST

Fossils Ex Guitarist Suicide: কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ। রবিবার সন্ধ্যায় ৪৮ বছরের বাদ্যযন্ত্রশিল্পীর দেহ উদ্ধার হয়। ওয়েলিংটনের এক ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন চন্দ্রমৌলি। রবিবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। সেই সময়ই সিলিংয়ের সঙ্গে ঝুলে আত্মঘাতী হন চন্দ্রমৌলি বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে তাঁরই এক ব্যান্ড সদস্য মহুল চক্রবর্তী প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেন। চন্দ্রমৌলি বাংলা ব্যান্ড ‘ফসিল্‌স’-এর প্রাক্তন সদস্য। এ ছাড়াও ‘গোলক’, ‘জ়ম্ব্ কেজ কন্ট্রোল’ নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

রবিবার তাঁর ইন্ডিয়ান মিরর স্ট্রিটের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। গিটারিস্টের বয়স হয়েছিল ৪৮ বছর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। এদিন কল্যাণীতে শো ছিল ফসিলসের। তার মাঝেই খবরটা আসে।

আরও পড়ুন


 

Read more!
Advertisement
Advertisement