Advertisement

Gita Path In Brigade: ব্রিগেডে গীতাপাঠে ১২০০ সাধুসন্ত, ১ লক্ষ ২০ হাজার জনসমাগমের দাবি

ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল। তবে তিনি জরুরি কাজে ব্যস্ত থাকায় আসেননি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা আসার ইচ্ছাপ্রকাশও করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর জরুরি একটি কাজ থাকায় আসতে পারবেন না।'

ব্রিগেডে গীতাপাঠ
শুভঙ্কর মিত্র
  • কলকাতা ,
  • 22 Dec 2023,
  • अपडेटेड 2:07 PM IST
  • ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল।
  • তবে তিনি জরুরি কাজে ব্যস্ত থাকায় আসেননি।

ব্রিগেডে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' কর্মসূচিতে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে বাতিল হয়েছে তাঁর কর্মসূচি। প্রধানমন্ত্রীই ছিলেন মূল আকর্ষণ। তিনি না থাকায় কি লোক সমাগম লক্ষাধিক হবে? আয়োজক অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের দাবি, প্রধানমন্ত্রী না এলেও থাকবেন লক্ষাধিক লোক। প্রকৃত সনাতনীরা আসবেন গীতাপাঠে। 

ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল। তবে তিনি জরুরি কাজে ব্যস্ত থাকায় আসেননি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা আসার ইচ্ছাপ্রকাশও করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর জরুরি একটি কাজ থাকায় আসতে পারবেন না।' বাংলা ডট আজতক ডট ইন-কে সংগঠক কমিটির সভাপতি কার্তিক মহারাজ জানান,'১ লক্ষ ২০ হাজারের কাছাকাছি মানুষ আসবেন অনুষ্ঠানে। বাংলাদেশ থেকেও হিন্দুরা আসবেন। আমরা বিজেপি, কংগ্রেস, সিপিএম ও তৃণমূলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। যাঁরা নিজেদের সনাতনী মনে করবেন, তাঁরা আসবেন।'

কার্তিক আরও জানান, ২২ ডিসেম্বর ব্রিগেডে উপস্থিত থাকবেন ১২০০ সাধুসন্ত। মঞ্চে থাকবেন দ্বারকার পীঠাধীশ। শঙ্খধ্বনি, নজরুলের হে পার্থসারথি গান ও গীতাপাঠ হবে। পাঁচ বক্তা ভাষণ দেবেন। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ভাষণ দেবেন না। তাঁরা থাকবেন মঞ্চের নীচে চেয়ারে। আগতদের গীতা বিলিও করা হবে।'     

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement