Advertisement

West Bengal Gita Path: ডিসেম্বরে ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’, সমাবেশে কারা থাকছেন অতিথি?

আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’, যা আয়োজকদের দাবি অনুযায়ী, শুধু বাংলা নয়, ভারতেও প্রথমবার এত বড় সমবেত গীতা পাঠের আয়োজন।

ব্রিগেডে গীতাপাঠ।-ফাইল ছবিব্রিগেডে গীতাপাঠ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2025,
  • अपडेटेड 4:47 PM IST
  • আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনে।
  • সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’, যা আয়োজকদের দাবি অনুযায়ী, শুধু বাংলা নয়, ভারতেও প্রথমবার এত বড় সমবেত গীতা পাঠের আয়োজন।

আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’, যা আয়োজকদের দাবি অনুযায়ী, শুধু বাংলা নয়, ভারতেও প্রথমবার এত বড় সমবেত গীতা পাঠের আয়োজন।

কারা থাকছেন অনুষ্ঠানের নেতৃত্বে ও অতিথি হিসেবে?
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা। সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে যোগগুরু বাবা রামদেবকে। বিশেষ অতিথির তালিকায় রয়েছেন বাগেশ্বরধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রী।

আয়োজনের উদ্দেশ্য
আয়োজকদের মতে, পশ্চিমবঙ্গ বহুদিন ধরেই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সমাজে বিভাজন ও উত্তেজনার আবহে গীতার সারবত্তা মানুষের মধ্যে শান্তি, স্থিরতা ও মূল্যবোধ জাগাতে পারে, এটাই এই উদ্যোগের মূল প্রেরণা।
স্বামী প্রদীপ্তনন্দ মহারাজ জানান, রাজ্যের বিভিন্ন মঠ-মন্দির, আশ্রম, সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার গীতা-অনুরাগী নিজেদের অংশগ্রহণের কথা জানিয়েছেন।

প্রস্তুতি ও নিরাপত্তা
সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্রিগেডে চলছে বিস্তর প্রস্তুতি। মূল মঞ্চ নির্মাণ। নিরাপত্তা ব্যবস্থার জোরদার। ভিড় নিয়ন্ত্রণের বিশেষ পরিকল্পনা। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা থেকে।

 

Read more!
Advertisement
Advertisement