Advertisement

Gold Smuggling : রাতারাতি ধনী হতে কোটি কোটি টাকার সোনাপাচারের চেষ্টা, ধৃত ইঞ্জিনিয়ার

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ উদ্ধার করল ৫.৯ কেজি সোনা। যার বাজার মূল্য ৪.৩৬ কোটি টাকা। তেঁতুলবেড়িয়া বর্ডার আউটপোস্টের সীমান্ত রক্ষী বাহিনি এই সোনা উদ্ধার করে।

Gold Smuggling
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2024,
  • अपडेटेड 2:56 PM IST
  • ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ উদ্ধার করল ৫.৯ কেজি সোনা
  • যার বাজার মূল্য ৪.৩৬ কোটি টাকা

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ উদ্ধার করল ৫.৯ কেজি সোনা। যার বাজার মূল্য ৪.৩৬ কোটি টাকা। তেঁতুলবেড়িয়া বর্ডার আউটপোস্টের সীমান্ত রক্ষী বাহিনি এই সোনা উদ্ধার করে। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে ওই আউটপোস্টের অন্তর্গত আঁচলপাড়া গ্রামে অভিযান চালায় বিএসএফ। এক ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করে তারা। সোনাপাচারকারীকে গ্রেফতার করা করা হয়েছে। সে পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার।  

ঘটনাটি ১৮ নভেম্বরের। তেঁতুলবেড়িয়া বর্ডার ফাঁড়ি থেকে মাত্র ২ হাজার ৭০০ মিটার দূরে অবস্থিত আঁচলপাড়া/পোঞ্চপোতা গ্রাম। সেই গ্রামেই চোরাচালানের খবর যায় বিএসএফ-এর কাছে। গোপন তথ্যের ভিত্তিতে সেই এলেকায় হানা দেয় জওয়ানরা। জওয়ানদের দেখে এলাকা থেকে পালানোর চেষ্টা করে চোরাচালানকারী। জওয়ানরা তাকে আত্মসমর্পণ করতে বলে। জওয়ানরা শূন্যে এক রাউন্ড গুলি চালায়। ফলে আতঙ্কিত হয়ে পড়ে চোরাচালানকারী। সে ধরা পড়ে যায়। 

এরপর অভিযুক্তকে তল্লাশি করে কালো কাপড়ের বেল্টে মোড়ানো  একটা সিন্থেটিক ব্যাগ উদ্ধার করে বিএসএফ। সেখান থেকে ৫০টি সোনার বিস্কুট পাওয়া যায়। সেই সোনা বাজেয়াপ্ত করা হয়। ধৃত ব্যক্তিকে তেঁতুলবেড়িয়া সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ধৃত ব্যক্তি জানায়, সে পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। দ্রুত অর্থ উপার্জনের জন্য চোরাচালা করছিল। সোনার বিস্কুট ডেলিভারির জন্য তাঁকে ৫০০ থেকে ১০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। সে ডেলিভারি করার জন্যই সোনা নিয়েছিল। তবে তার আগেই তাকে ধরে ফেলে বিএসএফ। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement