হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় নিখোঁজ হওয়া ৫ বছরের শিশু স্বর্ণাভ সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির শৌচালয় থেকে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। শিশুটির নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তল্লাশি চালালেও শেষ পর্যন্ত বাড়ির মধ্যেই তার দেহ মেলে।
বৃহস্পতিবার রাতে ড্রোন ক্যামেরা ও স্নিফার ডগের সাহায্যে ডোবা, পুকুর, জঙ্গলসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। কিন্তু শুক্রবার ভোর ৫টার দিকে বাড়ির শৌচালয় থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর পুলিশ শিশুটির দাদু শম্ভু সাহা, ঠাকুমা, ও জেঠিমাকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, নিখোঁজ শিশুর পরিবার অভিযোগ জানালে অপহরণের মামলা রুজু করা হয়। তদন্তকারীরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন।
তল্লাশির সময় গতকাল শৌচালয়েও তল্লাশি চালানো হয়েছিল। তারপরেও কীভাবে শিশুটির দেহ সেখানে পাওয়া গেল, তা নিয়ে তদন্তকারীরা ধোঁয়াশায় রয়েছেন। এই ঘটনা খুনের সঙ্গে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা।
শিশুটির মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা এই ঘটনায় স্তম্ভিত। তদন্তে উঠে আসা নতুন তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।