Advertisement

হলদিয়া অগ্নিকাণ্ডে আহতদের গ্রিন করিডোরে আনা হল কলকাতা

প্রশাসনিক সূত্রে খবর, আহতদের কলকাতার একাধিক হাসপাতালে আহতদের ভর্তি করা হবে। এর আগে বিকেলেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছিলেন, 'অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে গিয়েছে। সত্বর আহতদের কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।' সেই মতো তৎপর হয় প্রশাসন। তড়িঘড়ি আহতদের কলকাতা আনা হয়।

গ্রিন করিডোরে আহতদের আনা হল কলকাতা
বৈদ্য়নাথ ঝা
  • কলকাতা ,
  • 21 Dec 2021,
  • अपडेटेड 7:23 PM IST
  • হলদিয়া অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক
  • তাঁদের মধ্যে কয়েকজনকে যুদ্ধকালীন তৎপরতায় গ্রিন করিডোর করে কলকাতায় আনা হচ্ছে
  • কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে আহতদের

হলদিয়া অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে কয়েকজনকে যুদ্ধকালীন তৎপরতায় গ্রিন করিডোর করে কলকাতায় আনা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে দেওয়া হয়েছে একাধিক আহতকে। আরও কয়েকজনকে আনা হচ্ছে। 

আরও পড়ুন : হলদিয়া IOC-তে বিধ্বংসী আগুন, ৩ জনের মৃত্যু, আহত অনেকে

প্রশাসনিক সূত্রে খবর, আহতদের কলকাতার একাধিক হাসপাতালে আহতদের ভর্তি করা হবে। এর আগে বিকেলেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছিলেন, 'অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে গিয়েছে। সত্বর আহতদের কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।' সেই মতো তৎপর হয় প্রশাসন। তড়িঘড়ি আহতদের কলকাতা আনা হয়। 

এদিন দুপুর ২টো নাগাদ হলদিয়া তেল শোধনাগারের একটি টাওয়ারে আগুন ধরে যায়। সেই সময় ওই টাওয়ারে কয়েক জন কর্মী কাজ করছিলেন। তবে কীভাবে আগুন লাগে তা এখনও পরিষ্কার নয়। তেল শোধনাগার কর্তৃপক্ষের তরফ থেকে এখনও সেই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন : পাকিস্তানের চক্রান্তের পর্দা ফাঁস, ভারতে ব্লক ২০ YouTube চ্যানেল

তবে হলদিয়া পুর প্রশাসন সূত্রে খবর, শাটডাউনের কাজ চলাকালীন একটি পাইপ ফেলে বিপত্তি। সেখান থেকেই আগুন ধরে যায়। যার জেরে আগুন ছড়িয়ে পড়ে। ৩ জন শ্রমিক মারা গিয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement