হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে কড়া লালবাজার। মিছিলের জন্য নিতে হনে অনুমতি। ব্যবহার করা যাবে না কোনও লাঠি-তলোয়ার। নির্দেশিকা জারি করল লালবাজার। অনলাইনে আবেদন করতে হবে কলকাতা পুলিশের পোর্টালে। লালবাজারের তরফ থেকে ফর্মে দেওয়া শর্তও পূরণ করতে হবে আবেদনকারীদের।
প্রসঙ্গত, হনুমান জয়ন্তীর দিন বিজেপি নতুন করে রাজ্যে অশান্তি বাঁধানোর পরিকল্পনা করতে পারে। তা যাতে না হয়, সেটা দেখতে হবে। মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পরই নবান্নর তরফে সরকারিভাবে সমস্ত জেলার পুলিশ সুপারের কাছেও এই মর্মে সতর্কবার্তা পাঠানো হয়। পুলিশ সুপারদের বলা হয়, ওইদিন যাতে কোনও ভাবে অশান্তির সৃষ্টি না হয়, তার জন্য সব রকম বন্দোবস্ত রাখতে হবে। ওই দিন পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখার পাশাপাশি এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
শুধু মুখ্যমন্ত্রী নন, মন্ত্রী শশী পাঁজাও হনুমান জয়ন্তীতে অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, 'সারা ভারতে রাজনীতির দুর্বৃত্তায়ন শুরু হয়েছে।বাংলাকে অশান্ত করতে নেমে পড়েছে বিজেপি। সামনেই হনুমান জয়ন্তী। সেখানেও অশান্তি হতে পারে। আমাদের আবেদন,প্রশাসনকে কাজ করতে দিন। সমাজবিরোধীদের কোনও ধর্ম থাকে না।'