Advertisement

Suvendu Adhikari: 'ও একটা রোহিঙ্গা', 'জয় বাংলা' বলা সেই যুবককে বললেন শুভেন্দু

হুগলির রাধানগরে 'কন্যা সুরক্ষা যাত্রা'য় অংশ নিতে গিয়ে এক তৃণমূল সমর্থকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার সূত্রপাত 'জয় বাংলা' স্লোগানকে কেন্দ্র করে, যেখানে বিজেপি নেতার পাল্টা 'জয় শ্রী রাম' স্লোগান এবং ব্যক্তিগত কটাক্ষ ঘিরে উত্তেজনা ছড়ায়।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jul 2025,
  • अपडेटेड 6:17 PM IST
  • হুগলির রাধানগরে 'কন্যা সুরক্ষা যাত্রা'য় অংশ নিতে গিয়ে এক তৃণমূল সমর্থকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • ঘটনার সূত্রপাত 'জয় বাংলা' স্লোগানকে কেন্দ্র করে, যেখানে বিজেপি নেতার পাল্টা 'জয় শ্রী রাম' স্লোগান এবং ব্যক্তিগত কটাক্ষ ঘিরে উত্তেজনা ছড়ায়।

হুগলির রাধানগরে 'কন্যা সুরক্ষা যাত্রা'য় অংশ নিতে গিয়ে এক তৃণমূল সমর্থকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার সূত্রপাত 'জয় বাংলা' স্লোগানকে কেন্দ্র করে, যেখানে বিজেপি নেতার পাল্টা 'জয় শ্রী রাম' স্লোগান এবং ব্যক্তিগত কটাক্ষ ঘিরে উত্তেজনা ছড়ায়।

ঘটনাস্থলে উপস্থিত শেখ মইদুল নামে এক তৃণমূল সমর্থক 'জয় বাংলা' স্লোগান দিলে, শুভেন্দু অধিকারী তার গাড়ি থেকে নেমে এসে মইদুলকে সরাসরি বলেন, 'জয় শ্রী রাম, আমি একজন হিন্দুর ছেলে।' মইদুলও পাল্টা জবাবে বলেন, 'জয় বাংলা।' এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শুভেন্দুকে তার দেহরক্ষীদের নির্দেশ দিতে দেখা যায় মইদুলকে সেখান থেকে সরিয়ে দিতে। ভিডিওতে দেখা গেছে, শুভেন্দু স্পষ্টভাবে বলেন, 'আমি মমতাকে হারিয়েছি।' নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর জয়কে তুলে ধরেন। 

জয় শ্রীরাম শুনে ফের জয় বাংলা বলায় শুভেন্দু ওই তৃণমূল কর্মীকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন। পাল্টা মইদুলও বলেন, 'আপনিও রোহিঙ্গা।' এরপর শুভেন্দু নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার জন্য। ঘটনার পরে শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে বলেন, আমি ওর কথার উত্তর দেব না। ভাইপোর শেখানো কথায় উত্তর দেব না। বারে বারে বলব জয় শ্রী রাম। সাজানো হঠাৎ করে চিৎকার শুরু করল। আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা। নাহলে বলতে পারত না।' 

 

Read more!
Advertisement
Advertisement