
Kolkata High Alert Delhi Blast: কলকাতাতেও জারি হল 'হাই অ্যালার্ট'। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে দাঁড়ানো একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে(প্রতিবেদন লেখার সময়)। জখম ২০। এই ঘটনার প্রেক্ষিতে দিল্লির পাশাপাশি মুম্বই ও কলকাতাতেও জারি হল 'হাই অ্যালার্ট'। ঘটনার পরপরই নয়াদিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি ও বম্ব স্কোয়াড। দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট সূত্রে খবর, সন্ধ্যা ৬:৫৫ নাগাদ প্রথম তাদের কাছে ফোন আসে। আগুন আপাতত নিয়ন্ত্রণে। আহতদের এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর কলকাতাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতা পুলিশের সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। সাধারণত হাই অ্যালার্ট পরিস্থিতিতে নাকা চেকিংও করা হয়। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাই অ্যালার্ট পরিস্থিতিতে শহরে ঢোকার ও বের হওয়ার পথেও নজরদারি বাড়ানো হয়। কলকাতার মতো মুম্বইতেও হাই অ্যালার্ট জারি হয়েছে। নাকা চেকিং ও নজরদারি বাড়িয়েছে পুলিশ।
সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিস্ফোরণের বিষয়ে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ও পুলিশের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
‘হাই অ্যালার্ট’ এর অর্থ কী?
কোনও শহরে সন্ত্রাসবাদী হামলা বা নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির পরিস্থিতি তৈরি হলে, প্রশাসন 'হাই অ্যালার্ট' জারি করে। এই 'মোডে' শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক বেশি কড়াকড়ি করা হয়। সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। বিশেষত ভিড় এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়। চলে নাকা চেকিং। পুলিশও এই সময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে।