Advertisement

Hilsa Price Durga Puja 2023: পুজোয় ইলিশ খেতে চান? সস্তা-না দামি? ১ কেজির কত টাকা দাম?

এবার পুজোয় ইলিশের আকাশছোঁয়া দাম হবে বলে আগেই জানিয়েছিলেন মাছ ব্যবসায়ীরা। কারণ হিসেবে তাঁরা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ হওয়ার সিদ্ধান্তের খবর। তাই ইলিশের টান রয়েছে বাজারে। কিন্তু ইলিশ প্রিয় বাঙালি পুজোয় ইলিশের খোঁজ করবেনই, তাঁদের জন্য হিমঘর থেকে ইলিশ বাজারে থাকবে।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2023,
  • अपडेटेड 1:45 PM IST
  • এবার পুজোয় ইলিশের আকাশছোঁয়া দাম হবে বলে আগেই জানিয়েছিলেন মাছ ব্যবসায়ীরা।
  • কারণ হিসেবে তাঁরা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ হওয়ার সিদ্ধান্তের খবর।

এবার পুজোয় ইলিশের আকাশছোঁয়া দাম হবে বলে আগেই জানিয়েছিলেন মাছ ব্যবসায়ীরা। কারণ হিসেবে তাঁরা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ হওয়ার সিদ্ধান্তের খবর। তাই ইলিশের টান রয়েছে বাজারে। কিন্তু ইলিশ প্রিয় বাঙালি পুজোয় ইলিশের খোঁজ করবেনই, তাঁদের জন্য হিমঘর থেকে ইলিশ বাজারে থাকবে। কিন্তু তার দাম হবে মহার্ঘ।

পদ্মার ইলিশ কলকাতার বাজারে যখন এসেছিল, তখন এই মাছের দাম ছিল প্রায় ১৮০০-২০০০ টাকা। তবে বর্তমানে সেই দাম কিছুটা কমেছে। কলকাতা তথা শহরতলিতে পুজোর ঠিক আগে আগে কত দামে ইলিশ বিক্রি হচ্ছে তা দেখে নেওয়া যাক।

এখন কলকাতার বাজারে পদ্মা- মেঘনার ইলিশ মিলছে প্রতি কেজি ১২০০- ১৫০০ টাকা কেজি দরে। মাছগুলোর ওজন রয়েছে ৭০০-৭৫০ গ্রাম।

বাজারে এক কেজি ওজনের দেশি ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ১৫০০ টাকা। এছাড়া ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজির দাম রয়েছে ১০০০-১২০০ টাকা। তবে ছোট ইলিশ মিলছে কম দামে। ৩৫০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৬০০- ৮০০ টাকা।

এছাড়া অন্য মাছের মধ্যে চড়া দাম রয়েছে কাতলা, ভেটকি, ট্যাংরা। বাজারে কাতলা মাছের প্রতি কেজির দাম রয়েছে ৩৫০- ৪০০ টাকা। ভেটকি মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৫০০ টাকা। এছাড়া ট্যাংরা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৪০০ টাকা। অন্যদিকে পাবদা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩৫০ টাকা থেকে শুরু।

তবে এর চেয়ে তুলনামূলক সস্তা দামে পাওয়া যাচ্ছে রুই মাছ। রুইয়ের প্রতি কেজিতে দাম রয়েছে ২০০-২৩০ টাকা। লোটে মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ১০০ টাকা। তেলাপিয়ার প্রতি কেজিতে দাম রয়েছে ১৮০-২২০ টাকা। তবে বর্তমানে ভোলা মাছের দাম আবার চড়া। ৩০০-৩৩০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে ভোলা মাছ।

 

Read more!
Advertisement
Advertisement