Advertisement

Amit Shah-Kunal Ghosh : কুণালকে চিঠি দিলেন অমিত শাহ, কী লেখা ?

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই চিঠি নিয়ে জোর চর্চা। কী লেখা সেই চিঠিতে।

অমিত শাহর চিঠি কুণাল ঘোষকে অমিত শাহর চিঠি কুণাল ঘোষকে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Dec 2023,
  • अपडेटेड 2:20 PM IST
  • তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • কী লেখা চিঠিতে ?

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই খবর সামনে আনলেন কুণাল ঘোষ নিজেই। জানালেন, চিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। তার উত্তর পেয়েছেন। 

নিজের এক্স হ্যান্ডেলে সেই চিঠি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানে তাঁর দাবি, শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি। তার তদন্ত চেয়ে তিনি চিঠি দিয়েছিলেন। তারই উত্তর তাঁকে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

কুণাল ঘোষ লেখেন, 'শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি। তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম। অমিত শাহর তরফ থেকে উত্তরে জানলাম চিঠি পেয়েছেন। সিবিআই সূত্র থেকে জানলাম চিঠি পৌঁছেছে। দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত। সারদা মামলায় অন্তর্ভুক্ত করে এর তদন্ত দরকার অবিলম্বে। শিশিরবাবুকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে।' 

প্রসঙ্গত, কিছুদিন আগেই কাঁথির সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধির অভিযোগ তুলেছিলেন কুণাল ঘোষ। তিনি দাবি করেছিলেন, কাঁথির সাংসদের এক বছরে সম্পত্তি ১০ কোটি টাকা বেড়েছে। সূত্রের খবর, তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন কুণাল। 

অমিত শাহর তরফ থেকে আসা সেই চিঠিতে লেখা, 'শ্রী কুণাল কুমার জি, ৮ নভেম্বর ২০২৩ সালে আপনি যে চিঠি পাঠিয়েছিলেন তা পেয়েছি। সেই চিঠি সাংসদ শিশির অধিকারী সম্পর্কীত।' 

শিশির অধিকারী সম্পর্কে কুণাল দাবি করেছিলেন, '২০০৯ সালে সাংসদ হওয়ার সময় শিশিরের জমা করা হলফনামা বলছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০ লাখ টাকা। ২০১২ সালে মন্ত্রী হওয়ার পর তা বেড়ে হয় ১০ কোটি টাকা। ২০১৯ সালে শিশিরের জমা দেওয়া হলফনামা বলছে তাঁর সম্পত্তির পরিমান ৩ কোটি টাকা। কী ভাবে সম্পত্তি বাড়ছে কমছে? এটা কি ম্যাজিক?'

যদিও কুণালের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন শিশির অধিকারী। তিনি জানিয়েছিলেন, এই অভিযোগের কোনও সত্যতা নেই। ভিত্তিহীন। 
 

 

Read more!
Advertisement
Advertisement