Advertisement

পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত্যু প্রৌঢ়ার, গুরুতর জখম শিশু-সহ ২

পার্কসার্কাসের লোহাপুল এলাকায় শামসুল হুদা রোডে একটি বাড়িতে চাঙর খসে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। পাশাপাশি এই ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। আহতদের মধ্যে রয়েছে এক শিশুও।

ভোররাতে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনাভোররাতে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 11:22 AM IST
  • পার্কসার্কাসের লোহাপুল এলাকায় শামসুল হুদা রোডে একটি বাড়িতে চাঙর খসে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার।
  • এই ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন।
  • সোমবার ভোর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

ভোররাতে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। পার্কসার্কাসের লোহাপুল এলাকায় শামসুল হুদা রোডে একটি বাড়িতে চাঙর খসে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। পাশাপাশি এই ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। আহতদের মধ্যে রয়েছে এক শিশুও। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, সোমবার ভোর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত ওই তিন তলা বাড়িটির এক তলায় থাকত ওই পরিবার। যখন রাতে সকলে ঘুমাচ্ছিলেন, তখনই উপর থেকে চাঙর খসে পড়ে। সরাসরি রাবিয়া খাতুনের উপর চাঙর পড়ে, সেই প্রৌঢ়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়।  আহতদের মধ্যে দু'জন এখনও হাসপাতালে ভর্তি।

ঘটনার পরই এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত পরিবার ছাড়াও ওই বাড়িতে আরও একটি ভাড়াটে রয়েছে। এখন তাঁরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে দাবি, বাড়িটি সংস্কারের বিষয়ে এর আগে মালিককে জানানো হলেও, তিনি গা করেননি। আর তার ফলেই এমন ঘটনা ঘটল।

দুর্ঘটনার খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যায় পুলিশ। আপাতত ওই বাড়িটির চারপাশে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে। তবে বাড়ির মালিকের বিরুদ্ধে সকাল পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement