Advertisement

Mamata Banerjee Park Street: বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিট কত দিন বন্ধ থাকবে? জানিয়ে দিলেন মমতা

২৪ এবং ২৫ তারিখ পার্ক স্ট্রিটে গাড়ি চলবে না। সেই সময় হাঁটতে হবে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫-এর শুভ সূচনা অনুষ্ঠানে পৌঁছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Dec 2025,
  • अपडेटेड 5:19 PM IST
  • ২৪ এবং ২৫ তারিখ পার্ক স্ট্রিটে গাড়ি চলবে না
  • সেই সময় হাঁটতে হবে
  • কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫-এর শুভ সূচনা অনুষ্ঠানে পৌঁছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২৪ এবং ২৫ তারিখ পার্ক স্ট্রিটে গাড়ি চলবে না। সেই সময় হাঁটতে হবে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫-এর শুভ সূচনা অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, 'আজ কলকাতার অ্যালেন পার্কে ১৫ তম ক্রিসমাস উৎসব শুরু হল। ৩০ তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। তবে ডেকোরেশন এবং স্টল থাকবে ৫ জানুয়ারি পর্যন্ত। ২৪ এবং ২৫ তারিখ বন্ধ থাকবে। সেই সময় হাঁটতে হবে।'

সব ধর্মকে সম্মান করি

এ দিন তিনি বলেন, 'আমরা সব ধর্মকে সম্মান করি। আমরা সব ধর্মের উৎসবকে নিজের উৎসব বলে পালন করি।',

তাঁর আরও দাবি, 'সবটাই করি। প্রত্যেকটা উৎসব করি। কারণ, আমার বাংলার মানুষেরা মেলা খেলা সব ভালবাসে। ছাত্ররাও খুব খুশি। ক্রিসমাস এবং নিউ ইয়ার ফেস্টিভ্যাল সবার মনে আনন্দ আনবে।'

নিজের ছোটবেলার কথাও বলেন মমতা

এ দিন তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি মিডনাইট প্রেয়ার করে এসেছেন। এটা তাঁর কাছে নতুন কিছু নয়। তিনি এই উৎসবে অভ্যস্ত।

রিল্যাক্স করতে বললেন তিনি

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা বিশেষ করে মনে করি যে মানুষকে আনন্দে রাখুন। এখন খুবই টেনশন চলছে মানুষের। তাদের রিল্যাক্স করতে দিতে হবে।'

বাংলা পর্যটনে এগিয়ে গিয়েছে

এ দিন বাংলার পর্যটন নিয়েও কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, 'আমাদের অনেক বিখ্যাত জায়গা রয়েছে। ট্যুরিজমে আমরা দ্বিতীয় হয়েছি। অনেক বিদেশি এসেছেন এখানে। আমরা প্রথম হতে চলেছি।'

তিনি আরও দাবি করেন, 'এখানে গভীর সমুদ্র, গভীর জঙ্গল এবং হিমালয় রয়েছে। আর সবথেকে বড় কথা, এখানকার মানুষ। এখানকার মানুষের মধ্যে একতা রয়েছে, ভালোবাসা রয়েছে।'

পরিশেষ তিনি বলেন, 'এই বড়দিনের উৎসব আজ উন্মোচিত হল। আমরা সবাইকে, সারা বিশ্বকে মেসেজ দিতে চাই। সবাই ভালো থাকুন। আপনাদের পরিবার, বন্ধুদের বড়দিন এবং আগামি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement