Advertisement

নবম ও একাদশ-দ্বাদশে শূন্যপদ কত? পরীক্ষার আগে জানাল SSC

স্কুল সার্ভিস কমিশন (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষার দু’দিন আগে নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের শূন্যপদ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে। শুক্রবার জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুই স্তর মিলিয়ে মোট শূন্যপদ ৩৫,৭২৬।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 9:46 AM IST
  • স্কুল সার্ভিস কমিশন (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষার দু’দিন আগে নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের শূন্যপদ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে।
  • শুক্রবার জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুই স্তর মিলিয়ে মোট শূন্যপদ ৩৫,৭২৬।

স্কুল সার্ভিস কমিশন (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষার দু’দিন আগে নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের শূন্যপদ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে। শুক্রবার জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুই স্তর মিলিয়ে মোট শূন্যপদ ৩৫,৭২৬।

আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে। কমিশনের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী। শূন্যপদ হিসাবে নবম-দশমে রয়েছে ২৩,২১২ এবং একাদশ-দ্বাদশে রয়েছে ১২,৫১৪টি পদ। এর মধ্যে প্রায় ১৭ শতাংশ ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এতে অন্তত ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারান। আদালতের নির্দেশ মেনে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এসএসসি। যদিও সম্প্রতি এই পরীক্ষা পিছনোর আর্জি জানিয়ে মামলা করা হয়েছিল। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে সেই মামলার শুনানি হলেও, সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করেনি।

এর পাশাপাশি, কমিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় মোট ১,৮০৬ জন প্রার্থীর নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, ওই তালিকা প্রকাশের আগে একাধিক বৈঠক করেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারসহ কমিশনের শীর্ষ কর্তারা। ইতিমধ্যেই এই অযোগ্য প্রার্থীদের আবেদনপত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

শিক্ষক নিয়োগকে ঘিরে দীর্ঘ আইনি লড়াই এবং অনিশ্চয়তার পর অবশেষে আসন্ন পরীক্ষাকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে তীব্র আগ্রহ ও প্রতীক্ষা তৈরি হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement