
বাইক বা গাড়ি নিয়ে অনেকেই রোজ অফিসে যাতায়াত করেন। এখন সময় বাইক বা গাড়ি চালিয়ে বেশি পয়সা উপার্জন করতে কে না চায়? অফিসে যাওয়া আসার পথে যদি আরও কিছু টাকা পাওয়া যায় তা হলে সংসার চালানো অনেকটাই সহজ হয়ে যায়। হাতে কিছু বাড়তি টাকাও আসে। তবে এমনটা করতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়।
যে কোনও গন্তব্যে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য, র্যাপিডো বা ওলা উবেরের বাইক ট্যাক্সির জুড়ি মেলা ভার। তবে এভাবে বাইক বা ট্যাক্সি চালাতে গেলে সরকারের কিছু নিয়ম মেনে চলতে হয়।
কী কী নিয়ম মানতে হবে?
১) অবশ্যই দুই চাকা বা চার চাকা চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
২) এই পরিষেবা দেওয়ার জন্য বাইকে লাগাতে হবে বাণিজ্যিক নম্বর প্লেট। মাত্র ১,০০০ টাকার বিনিময়ে বানিজ্যিক রেজিস্ট্রেশন পাওয়া যাবে।
৩) প্লে স্টোর থেকে Rapido Caption অ্যাপ ডাউনলোড করুন। সাইন অ্যাপ করুন। আপনার বিবরণ, ড্রাইভিং লাইসেন্স ও ছবি দিন।
৪) একটি অ্যান্ড্রয়েড ফোন, ২০০৯ বা তার পরে তৈরি বাইক, বৈধ ড্রাইভিং লাইসেন্স, বাইক রেজিস্টিরেশন সার্টিফিকেট, সক্রিয় বাইক বীমা, প্যান কার্ড, আরোহী ও যাত্রী উভয়ের জন্য ২ টি হেলমেট থাকলে আবেদন করতে পারবেন।
কত টাকা রোজগার হতে পারে?
Rapido, Uber moto, Ola bike-র প্রসার ক্রমে বাড়ছে। এমন বাইক চালিয়ে মাস চালাচ্ছেন অনেকে। কিন্তু, তাদের মাসে কত আয় হয় জানেন? একজন Rapido চালকের মাসে আয় শুনলে চমকে উঠবেন। বড় সংস্থার মোটা বেতন ভুক্ত কর্মীর আয়কেও হার মানাবে। তাই অনেকেই চাকরি ছেড়ে দিয়েও এই ব্যবসায় মন দিয়েছেন। সদ্য ভাইরাল হওয়া এক Rapido চালকের ভিডিওতে সেই সত্য সামনে এসেছে । বেঙ্গালুরুতে উবের ও Rapido চালান তিনি। তাঁর দাবি, ৮০ থেকে ৮৫ হাজার টাকা মাসে আয় হয় তাঁর। তিনি রোজ ১৩ ঘন্টা মতো বাইক চালান। এই ভিডিও পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও।