
হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের (Patna-Howrah-Patna Vande Bharat Express) সময়সূচি প্রকাশ করল রেল। সপ্তাহে ৬ দিন এই ট্রেন হাওড়া ও পাটনার মধ্যে চলবে। বুধবার চলবে না এই ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৪ সেপ্টেম্বর এই ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঝে একদিন বাদ দিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে এই ট্রেন যাত্রীদের জন্য চলাচল করতে শুরু করবে।
ট্রেনটি পাটনা থেকে সকাল ৮টায় ছাড়বে। এবং হাওড়া পৌঁছবে দুপুর ২টো ৩৫ মিনিটে। একই দিনে ফিরতি যাত্রায় ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে ৩টে বেজে ৫০ মিনিটে। পাটনা পৌঁছবে রাত ১০টা ৪০ মিনিটে। এই ট্রেনে ৮টি এসি চেয়ার কার থাকবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে এই ট্রেনটি পাটনা সাহেব, মোকামা, লুকিসারাই, জসিডিহ, জামতারা, আসানসোল এবং দুর্গাপুর স্টেশনে থামবে। এই সেমি-হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হাওড়া থেকে পাটনা বা পাটনা থেকে হাওড়া আসতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা ৩৫ মিনিট। যা এই রুটে অন্য ট্রেনের তুলনায় অনেক কম সময় নেবে।