Advertisement

Howrah to Kolkata: গঙ্গার তলায় মেট্রো চালু ৬ মার্চ, কোন স্টেশনের কত ভাড়া? রইল

দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে। ৬ মার্চ চালু হয়ে যাবে হাওড়া মেট্রো। কলকাতা সফরে এসে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনটি নয়া রুটের উদ্বোধন করবেন তিনি। এবং শুরু হবে গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে মেট্রোর যাত্রা। 

কলকাতা মেট্রো। ফাইল ছবিকলকাতা মেট্রো। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2024,
  • अपडेटेड 3:47 PM IST
  • দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে। ৬ মার্চ চালু হয়ে যাবে হাওড়া মেট্রো।
  • কলকাতা সফরে এসে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে। ৬ মার্চ চালু হয়ে যাবে হাওড়া মেট্রো। কলকাতা সফরে এসে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনটি নয়া রুটের উদ্বোধন করবেন তিনি। এবং শুরু হবে গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে মেট্রোর যাত্রা। 

ইতিমধ্যে সামনে আনা হয়েছে নয়া মেট্টো রুটের ভাড়ার তালিকা। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাজ এখনও চলছে। তবে নয়া তালিকায় সেই স্টেশনের নামও রয়েছে। অর্থাৎ শীঘ্রই দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে বলেও মনে করা হচ্ছে।

গঙ্গার নীচ দিয়ে হাওড়া থেকে কলকাতা মেট্রোর পথ তৈরির সময়ই মেট্রোর তরফে জানানো হয়েছিল, এক টিকিটেই হাওড়া থেকে উত্তর ও দক্ষিণ কলকাতা যাওয়া যাবে। সেক্ষেত্রে  এসপ্ল্যানেড নেমে উত্তর-দক্ষিণ মেট্রো ধরতে পারবেন যাত্রীরা৷
মেট্রোর প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া থেকে চালু হতে চলা মেট্রো রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। হাওড়া থেকে হাওড়া ময়দানের ভাড়া ৫ টাকা৷ হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড ভাড়া ১০ টাকা৷ হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া এবং দক্ষিণে মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ যাওয়ার ভাড়া পড়বে ৩০ টাকা৷ সদ্য চালু হওয়া নিউ গড়িয়া-রুবি রুটে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে হাওড়া ভাড়া পড়বে ৫০ টাকা৷ একইভাবে হাওড়া থেকে কবি সুকান্ত, যতীন্দ্রনাথ নন্দী স্টেশনের ভাড়া পড়বে ৪০ টাকা৷ 

হাওড়া থেকে উত্তরে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার এবং দক্ষিণে নেতাজি, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত ভাড়া পড়বে ২৫ টাকা। একইভাবে হাওড়া থেকে শোভাবাজার-সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধি রোড, রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্কের ভাড়া পড়বে ২০ টাকা৷ 

মেট্রো সূত্রের খবর, গত সপ্তাহেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর জন্য কমিশনার অব রেলওয়ে সেফটি’র (সিআরএস) চূড়ান্ত ছাড়পত্র চলে এসেছে। অন্যদিকে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) মেট্রো রুটও এক বছর ধরে যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হয়ে পড়ে আছে। গত বছর ফেব্রুয়ারি মাসেই এই রুট চালুর জন্য সিআরএসের প্রয়োজনীয় অনুমতি মিলেছিল।

Advertisement

একইভাবে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মাত্র একটি স্টেশনের সম্প্রসারিত অংশে মেট্রো চালানোর সবুজ সঙ্কেতও মিলেছিল আগেই। তবে শুধুমাত্র লোকসভা নির্বাচনের কারণেই তিনটি নতুন রুট চালু পিছিয়ে দেওয়া হয়েছিল বলে ওয়াকিবহাল মহলের ধারণা। সেক্ষেত্রে আগামী ৬ মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে তিনটি মেট্রো প্রকল্পে যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে।

 

Read more!
Advertisement
Advertisement