Advertisement

Rain : সাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তুমুল বর্ষণ কোন কোন জেলায়?

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। এমনিতেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় কলকাতা, দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে সোমবার রাত থেকেই।

kolkata Rain kolkata Rain
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Sep 2025,
  • अपडेटेड 11:22 PM IST
  • বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল
  • তার জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। এমনিতেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় কলকাতা, দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে সোমবার রাত থেকেই। তবে সেই বৃষ্টি আরও বাড়বে বুধবার। বিশেষ বুলেটিনে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যে যে জেলায় বৃষ্টি হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জায়গাগুলোতে লাগাতার বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ১১ সেমি। 

তবে শুধু বুধবার নয়, নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার জেরে বৃষ্টি চলবে আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। তবে কমবেশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। শুক্র, শনি ও রবিবারও একইভাবে বর্ষণ চলতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আরও সতর্কতা, প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে। গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিমি।  

এদিকে দিঘাতে জোরে জোরে বইছে হাওয়া। পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টিও। ফলে  পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন। সমুদ্রস্নানে বারণ করা না হলেও শিশু ও মহিলাদের সাবধানে সমুদ্রে নামতে বলা হচ্ছে। মৎস্যজীবীদের মঙ্গলবার ও বুধবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 

উত্তরবঙ্গেও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। ভারী বর্ষণ হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।  
   

Read more!
Advertisement
Advertisement