Advertisement

Calcutta High Court: হাইকোর্টে আজ দিনভর বাংলায় শুনানি, ভাষা দিবস পালন বিচারপতির

International Mother Language Day: শুক্রবার হাইকোর্টের ১৯ নম্বর ঘরে এজলাসে শুনানি হবে বাংলায়। বিচারপতি বসুর এজলাসে আজ সব আইনজীবীরা বাংলায় সওয়াল-জবাব করবেন। 

কলকাতা হাইকোর্টকলকাতা হাইকোর্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2025,
  • अपडेटेड 9:20 AM IST
  • হাইকোর্টে সব শুনানি হবে বাংলায়
  • অনেক আইনজীবীই বাংলা বলতে পারেন না
  • কলকাতা হাইকোর্টে সাধারণত ইংরেজিতেই শুনানি হয়

'আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি...'। ভাষা আন্দোলনে যে কত তরুণের রক্ত ঝরেছিল, প্রাণহানি হয়েছিল, তা সংখ্যাতীত। আজ সেই শহিদদের শ্রদ্ধা জানানোর দিন। বাংলা ভাষার দিন। মাতৃভাষার দিন। আর সেই উপলক্ষেই অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ বসু।

হাইকোর্টে সব শুনানি হবে বাংলায়

আজ অর্থাত্‍ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে হাইকোর্টে সব শুনানি হবে বাংলায়। আইনজীবীরা সওয়াল জবাব করবেন বাংলায়। ইংরেজি বা হিন্দিতে নয়। বিচারপতি অভিজিত্‍ বসুর ইচ্ছে, মাতৃভাষা দিবসে তাঁর এজলাসে দিনভর শুনানি হোক বাংলায়। আজ অর্থাত্‍ শুক্রবার হাইকোর্টের ১৯ নম্বর ঘরে এজলাসে শুনানি হবে বাংলায়। বিচারপতি বসুর এজলাসে আজ সব আইনজীবীরা বাংলায় সওয়াল-জবাব করবেন। 

 অনেক আইনজীবীই বাংলা বলতে পারেন না

হাইকোর্টে অনেক মামলাই শুনানি বাংলায় হলেও রায়দান ইংরেজিতেই হয়। কিন্তু অনেক আইনজীবীই বাংলা বলতে পারেন না। তাই যাঁরা বাংলায় কথা বলতে পারেন না, তাঁরা ইংরেজিতে সওয়াল করতে পারেন। কিন্তু যাঁরা বাংলা বলতে পারেন, তাঁরা আজ বাংলাতেই সওয়াল-জবাব করবেন। অতীত বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বাংলাতেই বেশির ভাগ শুনানি হত। আইনজীবী ও বিচারপতি, উভয় পক্ষই বাংলায় কথা বলতেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য ছিল, তাঁর এজলাসে আসা অনেকেই ইংরেজি জানেন না। অথবা, আদালতে কী হচ্ছে বুঝতে পারছেন না। তাই সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন, সে জন্য বাংলাতেই কথা বলার চেষ্টা করা হত।

কলকাতা হাইকোর্টে সাধারণত ইংরেজিতেই শুনানি হয়

এখন দেশের বেশ কয়েকটি হাইকোর্টে ইংরেজির পাশাপাশি হিন্দিতেও সওয়াল করেন আইনজীবীরা। তবে কলকাতা হাইকোর্টে সাধারণত ইংরেজিতেই শুনানির কাজ হয়। তবে সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য বেশ কিছু নির্দেশনামা বাংলা ভাষায় তর্জমা করে দেওয়া হয়েছে।  

Read more!
Advertisement
Advertisement