দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ম্যাচ। আইপিএলের প্রথম ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা ঘিরে চিন্তায় ক্রিকেটপ্রেমীরা।
আগামী দুই দিনের আবহাওয়া পূর্বাভাস
শুক্রবার, শনিবার এবং রবিবার— টানা তিন দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
রবিবার: কলকাতা, হাওড়া ও হুগলির কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার থেকে আবহাওয়ায় বদল
সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে।
আইপিএল ম্যাচ পণ্ড হওয়ার আশঙ্কা
শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। সন্ধেয় খেলা শুরু হলেও, বৃষ্টির পূর্বাভাস ঘিরে উদ্বেগ বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ম্যাচ চলাকালীন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। ফলে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যেই টিকিট প্রায় বিক্রি শেষ। বৃষ্টি হলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনায় হতাশ হতে পারেন দর্শকরা।