Advertisement

ISKCON Rath Yatra 2023: করমণ্ডল-দুর্ঘটনায় মৃতদের স্মরণ করে রথযাত্রা ইসকনের, উদ্বোধনে মমতা

মঙ্গলবার রথযাত্রা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) আয়োজিত এ বছরের রথযাত্রার থিম মানসিক শান্তি। এটি ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পাশাপাশি মানসিক অসুস্থতা বৃদ্ধিকে তুলে ধরবে। করোনার প্রকোপ কমার পর থেকে ইসকনের মন্দিরে ভক্তদের ভিড় বাড়ছে। সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের সিংহভাগই বাংলার বাসিন্দা। তাই ৫২ তম রথযাত্রায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। একথা জানিয়েছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jun 2023,
  • अपडेटेड 7:23 PM IST
  • মঙ্গলবার রথযাত্রা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) আয়োজিত এ বছরের রথযাত্রার থিম মানসিক শান্তি।
  • এটি ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পাশাপাশি মানসিক অসুস্থতা বৃদ্ধিকে তুলে ধরবে।

মঙ্গলবার রথযাত্রা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) আয়োজিত এ বছরের রথযাত্রার থিম মানসিক শান্তি। এটি ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পাশাপাশি মানসিক অসুস্থতা বৃদ্ধিকে তুলে ধরবে। করোনার প্রকোপ কমার পর থেকে ইসকনের মন্দিরে ভক্তদের ভিড় বাড়ছে। সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের সিংহভাগই বাংলার বাসিন্দা। তাই ৫২ তম রথযাত্রায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। একথা জানিয়েছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

সোমবার ভোর সাড়ে চারটের সময় নিহতদের উদ্দেশে একটি প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অ্যালবার্ট রোড মন্দিরে ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স ট্রুপ দীক্ষামঞ্জুরী একটি ওড়িশি নৃত্য পরিবেশন করবে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ১টায় রথযাত্রার উদ্বোধন করবেন। দুপুর ২টোয় রথ যাত্রা শুরু হবে।

এদিন ইস্কন মন্দির থেকে বেরিয়ে মিন্টো পার্ক-অ্যালবার্ট রোড-হাঙ্গারফোর্ড স্ট্রিট-এ জে সি বোস রোড-শরৎ বসু রোড-হাজরা রোড-শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-আশুতোষ মুখার্জি রোড-জহরলাল নেহরু রোড-এক্সাইড মোড়-আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথের মেলা ময়দানে যাবে রথ। 

৮ দিন পরে ৯ দিনের মাথায় ২৮ জুন উল্টোরথ। এদিন বেলা ১ টায় শুরু রথযাত্রা। এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বেরিয়ে রথ চলবে আউট্রাম রোড-জহরলাল নেহরু রোড-ডোরিনা ক্রসিং-এস এন ব্যানার্জি রোড-মৌলালি মোড়-সিআইটি রোড-সুরাওয়ার্দি অ্যাভেনিউ-পার্ক সার্কাস মোড়-শেক্সপিয়র সরণি-হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে অ্যালবার্ট রোডে পৌঁছবে রথ।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement