Advertisement

Jadavpur University Agitation: হঠাত্‍ উচ্চ রক্তচাপ, হাসপাতালে ভর্তি JU-র VC, ওদিকে ডেডলাইন বিকেল ৪টে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা চলেছে। তারমধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন উপাচার্য ভাস্কর গুপ্ত। আন্দোলনরত ছাত্রদের দেওয়া সময়সীমার মধ্যেই তাঁর রক্তচাপ বেড়ে যাওয়ায় মঙ্গলবার তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।-ফাইল ছবিযাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2025,
  • अपडेटेड 1:03 PM IST
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা চলেছে।
  • তারমধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন উপাচার্য ভাস্কর গুপ্ত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা চলেছে। তারমধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন উপাচার্য ভাস্কর গুপ্ত। আন্দোলনরত ছাত্রদের দেওয়া সময়সীমার মধ্যেই তাঁর রক্তচাপ বেড়ে যাওয়ায় মঙ্গলবার তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর রক্তচাপ ১৭০-৯০-এর মধ্যে উঠানামা করছে, যা গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উপাচার্যের শারীরিক অবস্থা
উপাচার্যের পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবার থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। মঙ্গলবার সকালে রক্তচাপ আশঙ্কাজনকভাবে বেড়ে গেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আন্দোলনের আবহে অসুস্থতা
এদিকে, যাদবপুরে আন্দোলন জারি রয়েছে। মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেছেন পড়ুয়ারা। তাঁরা উপাচার্যকে বুধবার বিকেল ৪টে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন, তবে বর্তমান শারীরিক অবস্থার কারণে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন।

গত শনিবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভের ঘটনায় উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ, বিক্ষোভের সময় শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় দুই ছাত্র আহত হন। এরপর উপাচার্য হাসপাতালে আহতদের দেখতে গেলে সেখানে আন্দোলনরত ছাত্রদের ক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, তখন তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়।

এই ঘটনার পর থেকেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য আদৌ দ্রুত কাজে ফিরতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement