Advertisement

Jadavpur University Ramnavami Controversy: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম নবমী পালনে 'না', ইফতারে 'হ্যাঁ' কেন? প্রশ্ন ABVP-র

Jadavpur University Ramnavami Controversy: ২৮শে মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ ছাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেন, যাতে ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করা যায়। কিন্তু ৫ই এপ্রিল, তারা একটি লিখিত জবাব পান, যেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপস্থিত থাকার কারণে অনুমতি দেওয়া যাচ্ছে না।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম নবমী পালনে 'না', ইফতারে 'হ্যাঁ' কেন? প্রশ্ন ABVP-রযাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম নবমী পালনে 'না', ইফতারে 'হ্যাঁ' কেন? প্রশ্ন ABVP-র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2025,
  • अपडेटेड 7:37 PM IST

Jadavpur University Ramnavami Controversy: যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা—রামনবমী উদযাপন নিয়ে ফের একবার বিতর্কের কেন্দ্রে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ছাত্রদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে রামনবমীর মতো ধর্মীয় অনুষ্ঠান করতে দিচ্ছে না, অথচ অন্যান্য ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠানে কোনও সমস্যা হয় না। এক ছাত্রের কথায়, "এটা একরকম বৈষম্য, আমরা শান্তিপূর্ণ ভাবে পালন করতে চাইলেও বাধা দেওয়া হচ্ছে।"

২৮শে মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ ছাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেন, যাতে ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করা যায়। কিন্তু ৫ই এপ্রিল, তারা একটি লিখিত জবাব পান, যেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপস্থিত থাকার কারণে অনুমতি দেওয়া যাচ্ছে না।

এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্ররা। সোমসূর্য ব্যানার্জী, যিনি আবেদনকারীদের মধ্যে অন্যতম, বলেন,
"আমরা ২৮ তারিখেই চিঠি দিয়েছিলাম, আজ (৫ এপ্রিল) ওরা জানাল ভিসি না থাকায় অনুমতি দেবে না। কিন্তু এপ্রিল ৩ ও ৪ তারিখে এসএফআই রাজনৈতিক অনুষ্ঠান করল, তখন তো ভিসি ছিলেন না—তবুও অনুষ্ঠান হলো! তাহলে ওদের আলাদা নিয়ম, আমাদের জন্য আলাদা?"

আরও পড়ুন

ছাত্রদের অভিযোগ, ক্যাম্পাসে এর আগে ইফতার সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, তখন কেউ কোনও প্রশ্ন তোলেনি। তাহলে এবার কেন? "আমরা শান্তিপূর্ণভাবে উদযাপন করব, প্রশাসন ও সব ছাত্র সংগঠনের সহযোগিতা আশা করছি," বলেন সোমসূর্য। তাঁরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়ার পাশাপাশি পুলিশের কাছেও একটি ইমেল পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করবেন।

ছাত্রদের বক্তব্যে স্পষ্ট হতাশা ও বঞ্চনার অনুভব—“একটা ধর্মীয় উৎসব পালন করাও যদি রাজনৈতিক হয়ে যায়, তাহলে গণতন্ত্র কোথায়?” প্রশ্ন অনেকের মনে। একদিকে ধর্মনিরপেক্ষতার নামে একপাক্ষিক আচরণ, অন্যদিকে ছাত্রদের ধর্মীয় স্বাধীনতার অধিকার—এই দ্বন্দ্বই যেন ফের তুলে ধরল যাদবপুর ক্যাম্পাসের বহুচর্চিত ‘আবহ’।

 

Read more!
Advertisement
Advertisement