Advertisement

JU Professor Death Mystery: উত্তরাখণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু, হোটেলের ঘরে রক্তাক্ত দেহ

উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের। হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে ওই অধ্যাপকের রক্তাক্ত দেহ। মৃতের নাম, মৈনাক পাল। শনিবার রাতে তাঁর দেহ উত্তরাখণ্ডের হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্য উত্তরাখণ্ডে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2024,
  • अपडेटेड 9:25 AM IST

উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের। হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে ওই অধ্যাপকের রক্তাক্ত দেহ। মৃতের নাম, মৈনাক পাল। শনিবার রাতে তাঁর দেহ  উত্তরাখণ্ডের হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

জানা গিয়েছে, ২ বন্ধুদের সঙ্গে আলমোড়া গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক মৈনাক পাল। শনিবার ফেরার কথা ছিল। আলমোড়া থেকে ফেরার দিনেই হোটেল থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিলেন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হোটেলের ঘরের দরজা বাইরে থেকে ভেঙে ভিতরে ঢোকে। ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে ছিলেন মৈনাক পাল। আত্মহত্যা না খুন, মৃত্যুর নেপথ্যে সুস্পষ্ট কারণ কী, তা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। 

অধ্যাপকের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদি তাঁকে খুন করা হয়, তার নেপথ্যে কী কারণ রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। মৈনাক পালের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরমহলে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুমন নেহার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এক বছরেই দুই অধ্যাপকের মৃত্যুতে শোকের ছায়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে।   যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন,'খবর পেয়েছি, দুঃখজনক ঘটনা।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement