যোগেশ চন্দ্র ল কলেজ মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আংশিক খারিজ করল ডিভিশন বেঞ্চ। যদিও মূল মামলা ফেরত গেল সিঙ্গেল বেঞ্চেই। সেই মামলার শুনানি হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চেই। সেখানেই অধ্যক্ষা সুনন্দা গোয়েঙ্কাকে হলফনামা জমার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।
এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তালা ঝোলানো হয়েছিল, ওই ল কলেজের অধ্যক্ষ সুনন্দা গোয়েঙ্কার ঘরে। সেই ঘরের তালা খোলা হবে ডিভিশন বেঞ্চের নির্দেশে। আবার অধ্যক্ষকে অপসারণের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাতেও স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
এর আগে সিঙ্গের বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও অধ্যক্ষ হয়েছেন সুনন্দা গোয়েঙ্কা। তাই তাঁকে অধ্যক্ষ পদ থেকে অপসারিত করা হয়। একই অভিযোগ ওঠে ওই ল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও। সেজন্য মানিক ভট্টাচার্যকে তাঁর পাওয়া বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অধ্যক্ষ সুনন্দা গোয়েঙ্কাকে সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁর ঘরে তালাও লাগিয়ে দেওয়া হয়। আরও এক অধ্যাপক অচিনা কুণ্ডুকেও অপসারণের নির্দেশ দেওয়া হয় সিঙ্গল বেঞ্চের তরফে।
সেই মামলায় ডিভিশন বেঞ্চে যায় সুনন্দা গোয়েঙ্কা। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে ওঠে সেই মামলা। বিচারপতিদের নির্দেশ, অধ্যক্ষা সুনন্দা গোয়েঙ্কাকে তাঁর অফিসে ঢুকতে দিতে হবে। কাল সকালে অধ্যক্ষার অফিসের তালা খুলে দিতে হবে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, শুধুমাত্র টেলিফোনিক বাক্যালাপের মাধ্যমে অধ্যক্ষকে অপসারণের নির্দেশ জারি না করলেই পারত সিঙ্গেল বেঞ্চ।
তবে এই সব নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ মূল মামলা ফেরত পাঠিয়েছে সিঙ্গেল বেঞ্চেই। শুনানি হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চেই। সেখানে অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে হলফনামা জমা দিতে হবে।