Advertisement

JP Nadda-Mohan Bhagwat: টার্গেট ৪২-এ ৩৫, একই সময়ে বাংলায় নাড্ডা-ভাগবত

আজ, শুক্রবার থেকে তিনদিনের রাজ্য সফর শুরু হচ্ছে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার। একইসঙ্গে, আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবতের চার দিনের বেঙ্গল সফরও শুরু হচ্ছে আজ থেকেই। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন জেপি নাড্ডা। আজ রাতে কলকাতায় পৌঁছানোর পরে জেপি নাড্ডা আগামীকাল মেদিনীপুর জেলার কোলাঘাটের একটি হোটেলে বিজেপির পূর্ব পঞ্চায়েত কর্মশালায় যোগ দেবেন।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Aug 2023,
  • अपडेटेड 6:53 PM IST
  • আজ, শুক্রবার থেকে তিনদিনের রাজ্য সফর শুরু হচ্ছে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার।
  • একইসঙ্গে, আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবতের চার দিনের বেঙ্গল সফরও শুরু হচ্ছে আজ থেকেই।

আজ, শুক্রবার থেকে তিনদিনের রাজ্য সফর শুরু হচ্ছে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার। একইসঙ্গে, আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবতের চার দিনের বেঙ্গল সফরও শুরু হচ্ছে আজ থেকেই। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন জেপি নাড্ডা। আজ রাতে কলকাতায় পৌঁছানোর পরে জেপি নাড্ডা আগামীকাল মেদিনীপুর জেলার কোলাঘাটের একটি হোটেলে বিজেপির পূর্ব পঞ্চায়েত কর্মশালায় যোগ দেবেন।

আন্দামান নিকোবর, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিজেপির প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন, যেখানে জেপি নাড্ডা ছাড়াও সম্বিত পাত্র এবং বাংলার ইনচার্জ মঙ্গল পান্ডেও অংশ নেবেন। তার দুদিনের কর্মসূচি চলাকালীন, জেপি নাড্ডা পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে পারেন। পাশাপাশি কলকাতায় রাজ্য বিজেপির সব নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

অন্যদিকে, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং দত্তাত্রেয় হোসাবলে দুদিনের জন্য কলকাতায় আরএসএস সদর দফতর কেশব ভবনে আরএসএস কর্মী এবং পূর্বাঞ্চলের অফিস-আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

পশ্চিমবঙ্গের আরএসএসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকের দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য হল আরএসএস সংগঠনের সম্প্রসারণ নিয়ে কথা বলা। দ্বিতীয় উদ্দেশ্য হল সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করা। গত বেশ কয়েক বছর ধরে, আরএসএস সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করার পরিকল্পনা করছে, যার অধীনে গ্রাম উন্নয়ন, কৃষি উন্নয়ন, তফসিলি উপজাতির উন্নয়ন এবং নারী উন্নয়নের বিষয়গুলি আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম এবং আন্দামান ও নিকোবরের পদাধিকারীরা এই সভায় অংশ নেবেন।

সূত্রের খবর, উত্তরবঙ্গও বিজেপি এবং সঙ্ঘ উভয়েরই একটি বড় এলাকা। গত লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গের আটটি আসনই পেয়েছিল। কিন্তু ২০১৯-এর পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং এই বছরের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির আসন কমেছে। যা নিয়ে উদ্বেগে বিজেপি। 

Advertisement

অমিত শাহ এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য ৪২টি আসনের মধ্যে ৩৫টিতে জয়ের লক্ষ্য রেখেছেন। বিজেপি ইতিমধ্যে সেই লক্ষ্য অর্জনে কাজ শুরু করেছে এবং এর পরিপ্রেক্ষিতে জেপি নাড্ডার বাংলা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement