Advertisement

Junior Doctors Rajbhawan: আরজি কর কাণ্ডে CBI তদন্তেও অনাস্থা, রাজ্যপালকে স্মারকলিপি দিলেন জুনিয়র ডাক্তাররা

আরজি করের ঘটনায় সোমবার রাজভবন অভিযান করলেন জুনিয়র চিকিৎসকরা। এদিন মিছিল করে রাজভবনে পৌঁছন জুনিয়র ডাক্তাররা। তাঁদের ১১ জন প্রতিনিধিকে রাজভবনে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। 

জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযান।জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযান।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Oct 2024,
  • अपडेटेड 4:41 PM IST
  • আরজি করের ঘটনায় সোমবার রাজভবন অভিযান করলেন জুনিয়র চিকিৎসকরা।
  • । এদিন মিছিল করে রাজভবনে পৌঁছন জুনিয়র ডাক্তাররা।
  • তাঁদের ১১ জন প্রতিনিধিকে রাজভবনে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে।

আরজি করের ঘটনায় সোমবার রাজভবন অভিযান করলেন জুনিয়র চিকিৎসকরা। এদিন মিছিল করে রাজভবনে পৌঁছন জুনিয়র ডাক্তাররা। তাঁদের ১১ জন প্রতিনিধিকে রাজভবনে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। 


তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ক্রমেই আন্দোলন তীব্র হচ্ছে। এই ঘটনার তদন্তভার করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি অনাস্থার কথা গত কয়েক দিন ধরেই বলে আসছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার সেই দাবিকেই সামনে রেখে রাজভবন অভিযানের ডাক দেন তাঁরা। 

অন্য দিকে, নিজেদের দাবিপূরণে এখনও আমরণ  অনশনে জুনিয়র চিকিৎসকরা। এদিন চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি বলে  জানিয়েছেন সিনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, সরকারের তরফে কোনও প্রতিশ্রুতি মেলেনি। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদার বলেন,'বৈঠক সম্পর্কে আমার জানা নেই। আন্দোলন আমরা করছি, অনশনেও আমরা। অথচ বৈঠকে ডাকা হল না'। বৈঠক থেকে বেরিয়ে সরকারের ভূমিকায় হতাশা ব্যক্ত করেন সিনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য,'জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি পূরণ নিয়ে লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার। তাই সরকার স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর আর্জি করলেও তা সম্ভব নয়। এক সিনিয়র ডাক্তার বলেন,'বৈঠকে আরজি করে যা ঘটেছে, পুলিশের ভূমিকা, থ্রেট কালচার, দুর্নীতি, পাশ-ফেল চক্র নিয়ে কথা বলেছি। পুলিশের ভূমিকার কথাও বলেছি। সাধারণ মানুষের উপর যে অত্যাচার করা হচ্ছে, তাঁরা আমাদের কথা শুনেছেন। এগুলি দূর করবেন বলেছেন তাঁরা। তবে কবে সদর্থক ভূমিকা নেবেন, তা বলতে পারেননি। কবে করবেন, তার নিশ্চয়তা পাইনি। সবমিলিয়ে আমরা হতাশ, বিরক্ত'।

এদিন মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, 'আমরা জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। ওঁদের অনশন তুলে নিতে অনুরোধ করব।'

Read more!
Advertisement
Advertisement