Advertisement

RG Kar Junior Doctors Protest: 'অভয়া পরিক্রমা'য় পুজোর কলকাতায় ধুন্ধুমার, জুনিয়র ডাক্তারদের মিছিল গেল CBI দফতরেও

পুজোর মধ্যেও আরজি করকাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তীব্র হচ্ছে। ষষ্ঠীর দিন মধ্য কলকাতার চাঁদনি চকে জুনিয়র চিকিৎসকদের 'অভয়া পরিক্রমা' কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল। 'অভয়া পরিক্রমা'র মিনিডোর আটকে দেয় পুলিশ। যা ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের তর্কাতর্কি বাধে। পরে মানববন্ধন করে ধর্মতলার দিকে এগোন তাঁরা। অন্য দিকে, এদিনই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে মিছিল করে ডাক্তার-নার্সদের সংগঠন। সিবিআইকে ডেপুটেশন দেওয়া হয়।

চাঁদনি চকে উত্তেজনা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2024,
  • अपडेटेड 5:03 PM IST
  • পুজোর মধ্যেও আরজি করকাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তীব্র হচ্ছে।
  • 'অভয়া পরিক্রমা' কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল।
  • এদিনই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে মিছিল করে ডাক্তার-নার্সদের সংগঠন।

পুজোর মধ্যেও আরজি করকাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তীব্র হচ্ছে। ষষ্ঠীর দিন মধ্য কলকাতার চাঁদনি চকে জুনিয়র চিকিৎসকদের 'অভয়া পরিক্রমা' কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল। 'অভয়া পরিক্রমা'র মিনিডোর আটকে দেয় পুলিশ। যা ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের তর্কাতর্কি বাধে। পরে মানববন্ধন করে ধর্মতলার দিকে এগোন তাঁরা। অন্য দিকে, এদিনই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে মিছিল করে ডাক্তার-নার্সদের সংগঠন। সিবিআইকে ডেপুটেশন দেওয়া হয়।


ষষ্ঠীতে দেবীর বোধনের দিন আরজি কর এবং জয়নগরে নির্যাতিতার 'প্রতীকী মূর্তি' নিয়ে বিভিন্ন মণ্ডপে ঘোরার কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন জুনিয়র ডাক্তাররা। যার নাম দেওয়া হয়েছে 'অভয়া পরিক্রমা'। সেই কর্মসূচি ঘিরেই গোলমাল বাধে। 

অন্য দিকে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে গণইস্তফা দিচ্ছেন একের পর এক সিনিয়র ডাক্তাররা। গতকালই আরজি করে বেশ কয়েক জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। একই পথ বেছে নিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যালের সিনিয়র চিকিৎসকরাও। গণইস্তফা দিয়েছেন কলকাতা মেডিক্যালের সিনিয়র ডাক্তাররাও। 

ধর্মতলায় ১০ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। ৭ জন জুনিয়র ডাক্তার অনশন চালাচ্ছেন।সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। তবে সরকারকে রীতিমতো ডেডলাইন দেন আন্দোলনকারীরা। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে লাগাতার অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেন তাঁরা। ডেডলাইন পার হওয়ায় শনিবার থেকে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা।

এর আগে, গত শুক্রবার আরজি করকাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় ধর্মতলায়। জুনিয়র ডাক্তারদের লাথি মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তাঁদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে শুক্রবার সন্ধ্য়ায় ধর্মতলায় অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা। অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম ধর্মতলা। যানজটে দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়ান জুনিয়র ডাক্তাররা। 'কলকাতা পুলিশ হায় হায়' স্লোগান দেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় অবস্থানে বসেছেন তাঁরা। পুলিশকে ঘিরে স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে সেখানে কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেন তাঁরা। সেইসঙ্গে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়ে পরবর্তী কর্মসূচির কথা জানান তাঁরা।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement