Advertisement

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বামপন্থী? উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বললেন...

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন, তাঁর সরকার এই চাকরিহারা ৩৬ হাজার জন ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াবে।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 May 2023,
  • अपडेटेड 10:03 PM IST
  • সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • গত শুক্রবার ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন, তাঁর সরকার এই চাকরিহারা ৩৬ হাজার জন ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াবে।

ওই সাংবাদিক বৈঠকেই মুখ্যমন্ত্রীকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়ে প্রশ্ন করেন একটি বাংলা সংবাদপত্রের বর্ষীয়ান এক সাংবাদিক। তিনি জানতে চান, —‘দিদি, আমার মনে হয় বিচারপতি গঙ্গোপাধ্যায় বাম মনোভাবাপন্ন। আপনার কী মনে হয়?’

প্রশ্ন শুনে মুখ্যমন্ত্রীর মুখে কিছুটা বিরক্তি ফুটে ওঠে। তিনি বলেন, “আমি কোনও বিচারপতি সম্পর্কে কোনও মন্তব্য করব না। আমরা সব বিচারপতিকে সম্মান করি। আদালতকে শ্রদ্ধা করি। কোনও জাজমেন্ট নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনও বিচারপতি সম্পর্কে আমি কোনও মন্তব্য করব না। ওঁদের কাজ ওঁরা করবেন, আমাদের কাজ আমরা করব”।

এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, “বিচারপতির চেয়ারে বসে তিনি বিজেপি, সিপিএম, কংগ্রেসের কথা বলছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত কোর্ট ছেড়ে বেরিয়ে এসে রাজনীতি করা”।

আরও পড়ুন-২০০ আসনে কংগ্রেসকে সমর্থন, ২৪-এর রোডম্যাপ তৈরি মমতার

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement