Advertisement

Jyotipriya Mallick: ‘বিজেপি ফাঁসিয়েছে, মমতাদি-অভিষেক সব জানে’, সিজিও থেকে বেরিয়ে বললেন জ্যোতিপ্রিয়

বিজেপির বিরুদ্ধে ফের তাঁকে ফাঁসানোর অভিযোগ তুললেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার সকালে তাঁর দাবি, 'আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে। দলের সঙ্গে ছিলাম আছি থাকবো। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। আমি মুক্ত, অলরেডি জেনে নিন আমি এর মধ্যে মুক্ত হয়ে গেছি। বিজেপি ফাঁসিয়েছে, মমতা দিয়ে সব জানে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির সঙ্গে আমি আছি। অবশ্যই দল আছে আমার সঙ্গে।

জ্যোতিপ্রিয় মল্লিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2023,
  • अपडेटेड 11:18 AM IST
  • বিজেপির বিরুদ্ধে ফের তাঁকে ফাঁসানোর অভিযোগ তুললেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
  • শুক্রবার সকালে তাঁর দাবি, 'আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে। দলের সঙ্গে ছিলাম আছি থাকবো।

বিজেপির বিরুদ্ধে ফের তাঁকে ফাঁসানোর অভিযোগ তুললেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার সকালে তাঁর দাবি, 'আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে। দলের সঙ্গে ছিলাম আছি থাকবো। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। আমি মুক্ত, অলরেডি জেনে নিন আমি এর মধ্যে মুক্ত হয়ে গেছি। বিজেপি ফাঁসিয়েছে, মমতা দিয়ে সব জানে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির সঙ্গে আমি আছি। অবশ্যই দল আছে আমার সঙ্গে।

শুক্রবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয় জ্যোতিপ্রিয়কে। সেখানেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে ইডি হেফাজতে থাকা মন্ত্রী বলেন, “আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। মমতাদি-অভিষেক সব জানে।” তিনি দলের সঙ্গে রয়েছেন কি না এই প্রশ্নের উত্তরে বালু বলেন, “আমি দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।” খুব তাড়াতাড়ি তিনি ছাড়া পাবেন বলেও দাবি করেছেন জ্যোতিপ্রিয়। শুক্রবার জ্যোতিপ্রিয়কে প্রশ্ন করা হয়, দল কি তাঁর সঙ্গে আছে? জবাবে মন্ত্রী বলেন, “অবশ্যই আমার সঙ্গে আছে।” 

উল্লেখ্য, ২৬ অক্টোবর মন্ত্রী জ্যেতিপ্রিয় সহ তাঁর বর্তমান এবং প্রাক্তন আপ্ত সহায়কের বাড়ি সহ মোট ১২টি জা.য়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। দিনভর ম্যারাথন জেরার পর মধ্যরাতে মন্ত্রীকে গ্রেফতার করেন তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তাঁরা আমাকে শিকার করেছে!”

পরে আদালতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে গত সোমবার রাতে জ্যোতিপ্রিয়কে হেফাজতে নেয় ইডি। তারপর থেকে মন্ত্রীকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। তবে এদিনও তিনি যেভাবে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement