Advertisement

Mamata Banerjee: 'উত্‍সবে ফিরুন,' মন্তব্যে মুখ খুললেন কবীর সুমন, মমতাকে নিয়ে গানও বাঁধলেন

সবার মতো তিনিও আরজি কর কাণ্ডের সঠিক বিচার চান, একথা আগেই জানিয়েছিলে কবীর সুমন। এবার ফেসবুকে পোস্ট করে জানালেন, “আমি বিচার চাই শুধু অভয়ার নয়। আমি বিচার চাই ২৩ বছরের যুবক রাজস্থানে খুন হয়ে যাওয়া সাবির মালিকের। আমি বিচার চাই নান্দুরে ক্লাস নাইনের ধর্ষিতা ছাত্রীটির...''

কবীর সুমন ও মমতা বন্দ্যোপাধ্যায়। কোলাজকবীর সুমন ও মমতা বন্দ্যোপাধ্যায়। কোলাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Sep 2024,
  • अपडेटेड 11:41 AM IST
  • সবার মতো তিনিও আরজি কর কাণ্ডের সঠিক বিচার চান, একথা আগেই জানিয়েছিলে কবীর সুমন।
  • এবার ফেসবুকে পোস্ট করে জানালেন, “আমি বিচার চাই শুধু অভয়ার নয়।

সবার মতো তিনিও আরজি কর কাণ্ডের সঠিক বিচার চান, একথা আগেই জানিয়েছিলে কবীর সুমন। এবার ফেসবুকে পোস্ট করে জানালেন, “আমি বিচার চাই শুধু অভয়ার নয়। আমি বিচার চাই ২৩ বছরের যুবক রাজস্থানে খুন হয়ে যাওয়া সাবির মালিকের। আমি বিচার চাই নান্দুরে ক্লাস নাইনের ধর্ষিতা ছাত্রীটির। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে যে কটা মায়ের কোল খালি হয়ে গেল তার বিচার চাই। গর্ভে থাকা যে শিশুটি ভূমিষ্ঠ হতে পারল না তার বিচার চাই। ঝাড়গ্রামে খুন হয়ে যাওয়া গর্ভবতী হস্তিনীটির বিচার চাই। আমার প্রতিবাদ এদের সকলের জন্য।”

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন মন্তব্য নিয়েও নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। শিল্পী লেখেন, 'এমনিতে আমি মাননীয়া মমতার ভোটার ও প্রগ্রেসিভ বিপ্লবী মধ্যনাগরিক বাঙালিদের কাছে এক নিবেদিতপ্রাণ ‘চটিচাটা’। এ হেন আমিও মনে করছি ‘উৎসবে ফিরুন’ কথাটা বলা অন্যায় হয়েছে। একই সঙ্গে দেখেছি দেখছি আমায় যাঁরা ঘৃণা করেন সেই বঙ্গবানরা মাননীয়া মমতাকে ‘চটিপিসি’, ‘চটিবুড়ি’ ইত্যাদি নামে ডেকে চলেছেন। এঁরা নাকি এক মহিলাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে আন্দোলনে নেমেছেন। এঁরাই আবার প্রায় সত্তর বছর বয়সী এক মহিলাকে এইভাবে অপমান করছেন। যদিও, যা দেখলাম, তাঁকে ও তাঁর দলকে ভোটে হারিয়ে সরকার গঠন করার ক্ষমতা কারুরই নেই। CPIM উঠেই গিয়েছে বলা যায়। তাঁরা আছেন ফেসবুকে। আর মনে হচ্ছে, অভয়া-আন্দোলনের কোথাও কোথাও। কিন্তু ভোট হলে আবার তাঁরা শূণ্যে বিলীন হবেন বলেই অনেকে মনে করেন। বিজেপি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে ক্রনিক আমাশায় ভোগা রুগীর মতো। অভয়ার জন্য বিচার চেয়ে রাস্তায় নামা এবং আর একজন মহিলাকে সমানে কুৎসিত গালাগাল দিয়ে যাওয়া একই সঙ্গে চালানো যায় কি?'


এর পাশাপাশি তিনি একটি গানও লিখেছেন-
মমতা তোমায় ভালবাসি 
তুমি জানো
এসো হে বন্ধু
বিদ্রোহটাকে মানো

মমতা আমার ভরসা
তোমারই হাতে
ওদের ব'কো না
যারা জেগে থাকে রাতে

Advertisement

মমতা তোমাকে
অনেক সইতে হবে
চটিপিসি বুড়ি
বলে যারা কলরবে

মহাশ্বেতা যে বলতেন
শোন্ ছেলে
মাথাটা রাখতে
একটা বুকই মেলে

পরোয়া করি না কাউকে
মমতা আমি
আমার মেজাজ
জানে অন্তর্যামী

বন্ধু আমার 
দুম্ করে কিছু ব'লো না
এই বিদ্রোহে
উৎসব-পথে চ'লো না

ব'লো না ব'লো না
ফিরে যেতে উৎসবে
মমতা তোমায়
অনেক ভাবতে হবে


 

Read more!
Advertisement
Advertisement