Advertisement

Kali Puja Firecrackers: রাত ১০ টার পরও বাজির তাণ্ডব? অভিযোগ জানান এই নম্বরে

রাত ৮টা থেকে ১০ পর্যন্তই বাজি ফাটানোর অনুমতি দিয়েছে লালবাজার। তা-ও কোনও কানফাটানো শব্দবাজি নয়, কেবলমাত্র গ্রিন বাজিই ফাটানো যাবে। এই নিয়ম এড়িয়ে রাত ১০টার পরও যদি বাজির তাণ্ডব হয়, সেক্ষেত্রে কোথায় অভিযোগ দায়ের করবেন?

শব্দবাজির তাণ্ডবে কোথায় অভিযোগ জানাবেন?শব্দবাজির তাণ্ডবে কোথায় অভিযোগ জানাবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Oct 2025,
  • अपडेटेड 5:28 PM IST
  • রাত ১০টার পরও চলছে বাজির তাণ্ডব?
  • কানফাটানো শব্দে বাজি ফাটছে?
  • কোথায় অভিযোগ দায়ের করবেন?

আলোর উৎসবে বাজি পোড়ানোয় উৎসাহী থাকে একটা বিরাট অংশের মানুষ। যদিও শব্দবাজি এবং দূষণ ঘটানোর মতো উপাদান থাকলে তা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফাটানোর অনুমতি রয়েছে  কেবলমাত্র গ্রিন বাজি। তবে তাও ফাটানোর নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে লালবাজার। কিন্তু তা সত্ত্বেও নিয়মের বেড়াজাল পেরিয়ে কান ফাটানো বাজির শব্দ শোনা যাচ্ছে। এমনটা হলে কোথায় অভিযোগ জানাবেন? 

কালীপুজোর রাতে  কখন গ্রিন বাজি ফাটানো যাবে, তার একটি নির্দিষ্ট টাইমলাইনও দিয়ে দিয়েছে লালবাজার। জানানো হয়েছে, সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে, তবে কেবলমাত্র গ্রিন বাজি। কোনও শব্দ বাজি কিংবা দূষণ ঘটাচ্ছে এমন বাজি ফাটানো যাবে না। নচেৎ কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে লালবাজার। 

নজরদারিতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। ১৯ অক্টোবর থেকেই তা খুলে গিয়েছে। খোলা থাকবে ২১ অক্টোবর পর্যন্ত। যে কোনও অভিযোগ জানাতে ফোন করতে পারেন কন্ট্রোল রুমে (০৩৩) ২২০২ ৩০৫৭। ফোন করতে পারেন ১৮০০ ৩৪৫ ৩৩৯০ টোল ফ্রি নম্বরেও। অর্থাৎ লালবাজারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের পর কানফাটানো শব্দে বাজি ফাটালে সরাসরি অভিযোগ জানানো যাবে এই নম্বরগুলিতে। 

এদিকে, কড়া সতর্কবার্তা দিয়ে কলকাতার নগরপাল মনোজ ভার্মা নিজে বলেন, 'বাজি সংক্রান্ত পুলিশি নিষেধাজ্ঞা না মানলে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।' তিনি কলকাতা পুলিশের সমস্ত অফিসার ইন-চার্জদের নির্দেশ দিয়েছেন, যাতে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের বাজি সংক্রান্ত নিষেধাজ্ঞা যথাযথ ভাবে মেনে চলা হয়। 

 

Read more!
Advertisement
Advertisement