Advertisement

Kolkata Metro Kali Puja: কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর-কালীঘাটে যাওয়ার স্পেশাল মেট্রো, কখন? টাইম টেবিল

কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর ও কালীঘাট যাওয়ার জন্য বিশেষ মেট্রো চালানোর কথা ঘোষণা করলেন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার শ্যামাপুজো। সেই উপলক্ষে বেশিরভাগ অনেকেই যেতে চান কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরে।

কালীুপজোয় স্পেশাল মেট্রো।-গ্রাফিক ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2024,
  • अपडेटेड 3:45 PM IST
  • কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর ও কালীঘাট যাওয়ার জন্য বিশেষ মেট্রো চালানোর কথা ঘোষণা করলেন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
  • আগামী বৃহস্পতিবার শ্যামাপুজো। সেই উপলক্ষে বেশিরভাগ অনেকেই যেতে চান কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরে।

কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর ও কালীঘাট যাওয়ার জন্য বিশেষ মেট্রো চালানোর কথা ঘোষণা করলেন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার শ্যামাপুজো। সেই উপলক্ষে বেশিরভাগ অনেকেই যেতে চান কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরে। উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে সরাসরি কালীঘাটে আসার ব্যবস্থা থাকলেও রাতের দক্ষিণেশ্বরে পৌঁছনোর ব্যবস্থা তেমন ভাল নয়। সে কথা মাথায় রেখে ওইদিন রাতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। 

কালীপুজো উপলক্ষে মেট্রো রেল কর্তৃপক্ষ বিশেষ পরিষেবার ঘোষণা করেছে। কালীপুজোর রাতে (৩১ অক্টোবর ২০২৪) ভক্তদের সুবিধার্থে দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য মেট্রো পরিষেবা বৃদ্ধি করা হবে।

ব্লু লাইন
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কালীপুজোয় রাত ৯:৪০ মিনিটের পর থেকে ২০ মিনিট অন্তর ৮টি বিশেষ পরিষেবা চালানো হবে, যা ১১টা পর্যন্ত চলবে। মোট ১৯৮টি পরিষেবা (৯৯ আপ এবং ৯৯ ডাউন) চলবে, যা সাধারণত ২৯২টির পরিবর্তে কম।

বিশেষ শেষ পরিষেবার সময়সূচী:
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর:
১০:০০
১০:২০
১০:৪০
১১:০০

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ:
৯:৪৮
১০:০৮
১০:২৮
১০:৪৮

গ্রীন লাইন-১
গ্রীন লাইন-১-এ কালীপুজোর দিনে ১০৬টি দৈনিক পরিষেবার পরিবর্তে ৯০টি (৪৫ পূর্বমুখী + ৪৫ পশ্চিমগামী) পরিষেবা চালানো হবে।

প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচী:
প্রথম পরিষেবা:
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ৫: ০৬:৫৫
সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদা: ০৭:০৫

শেষ পরিষেবা:
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ৫: ৯:৩৫
সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদা: ৯:৪০

অন্যান্য লাইন
গ্রীন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা অপরিবর্তিত থাকবে।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement