Advertisement

Kali Puja Weather Update: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ৪ জেলায় বৃষ্টি, হলুদ অ্যালার্ট জারি

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। ৪ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কোন কোন জেলা রয়েছে তালিকায়? তবে কি পণ্ড হতে চলেছে কালীপুজো এবং দীপাবলি উৎসব?

আবহাওয়ার আপডেট আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Oct 2025,
  • अपडेटेड 2:58 PM IST
  • ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
  • ৪ জেলায় জারি হলুদ সতর্কতা
  • কালীপুজো উৎসব মাটি হবে?

কালীপুজোর দিনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাল্কা থেকে মাঝরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। কালীপুজো এবং দীপাবলির উদযাপন কি তবে মাটি হতে চলেছে? 

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও কালীপুজো, দীপাবলি উদযাপনে তেমন কোনও প্রভাব পড়বে না। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? ওয়েদার বুলেটিনে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। এই ৪ জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বর্ষণের কোনও সম্ভবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু কালীপুজোই নয়। বৃহস্পতিবার অর্থাৎ ভাইফোঁটার দিন পর্যন্ত বাংলার কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

তবে আবারও হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে ভাইফোঁটার পরেই। ২৪ অক্টোবর, শুক্রবার আন্দামান সাগরে তৈরি হবে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে ২৭ অক্টোবর নাগাদ তামিলনাড়ু উপকূলের কাছে আসবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ঘূর্ণাবর্তের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মান্থা। মান্থার দু'টি সম্ভাব্য গতিপথ হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর কাছে পুদুচেরি উপকূলে অথবা ওডিশা উপকূলে ল্যান্ডফল করতে পারে। আগামী ২৪ অক্টোবরের আগে এই ঘূর্ণাবর্তের বিস্তারিত গতিবিধি জানানো সম্ভব নয়। 

 

Read more!
Advertisement
Advertisement