Advertisement

Kalipujo Kolkata Metro: কালীঘাট-দক্ষিণেশ্বরের জন্য কালীপুজোর রাতে দু'টি স্পেশাল মেট্রো, টাইম টেবিল রইল

রবিবার কালীপুজো। দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে কালীপুজোর রাতে দর্শনার্থীদের ভিড় থাকে। ওইদিন পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থেই বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো। কালীপুজোর রাতে (অর্থাৎ ১২.১১.২০২৩) ভক্তদের দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে যাওয়ার সুবিধার্থে উত্তর-দক্ষিণ করিডোরে উত্তর-দক্ষিণ করিডোরে দুটি বিশেষ পরিষেবা আপ এবং ডাউনে  চালানো হবে।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2023,
  • अपडेटेड 2:27 PM IST
  • রবিবার কালীপুজো। দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে কালীপুজোর রাতে দর্শনার্থীদের ভিড় থাকে।
  • ওইদিন পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থেই বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো।

রবিবার কালীপুজো। দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে কালীপুজোর রাতে দর্শনার্থীদের ভিড় থাকে। ওইদিন পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থেই বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো। কালীপুজোর রাতে (অর্থাৎ ১২.১১.২০২৩) ভক্তদের দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে যাওয়ার সুবিধার্থে উত্তর-দক্ষিণ করিডোরে উত্তর-দক্ষিণ করিডোরে দুটি বিশেষ পরিষেবা আপ এবং ডাউনে  চালানো হবে।

একটি বিশেষ আপ পরিষেবা কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টায় ছেড়ে যাবে৷ এই পরিষেবা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছাবে ১০.০৩ মিনিটে। একটি বিশেষ ডাউন পরিষেবা ১১টায় দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে যাবে। এই পরিষেবা কবি সুভাষ স্টেশনে পৌঁছাবে ১১:০১ টায়।

মেট্রো ১২.১১.২০২৩ (রবিবার) 0৯:০০টা থেকে ১৩২টি পরিষেবা (৬৬ আপ এবং ৬৬ ডাউন) চালাবে৷ ১২:০৩ ঘন্টা পর্যন্ত।


প্রথম পরিষেবা: 0৯:00 টায়। দমদম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
0৯:00 টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোন পরিবর্তন নেই)
0৯:00 টায় দমদম থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)
0৯:00 টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা: ১০ টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ 
১০টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত 
রবিবার হওয়ায় ওই দিন গ্রিন লাইন ও পার্পল লাইনে কোনও পরিষেবা থাকবে না।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement