কসবা আইন কলেজের ঘটনার প্রতিবাদে রবিবার গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিল ষেষে তিনি বলেন, 'আগামী ২ তারিখ কসবা অভিযান হবে। মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন। আগামী ২ জুলাই হাজার হাজার মানুষ আসুন। আমরা এর শেষ দেখতে চাই। আমি কয়েকদিনের মধ্যে আরজি করের নির্যাতিতার বাড়ি যাব। বাবা-মাকে বলব, গতবছর ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। আমি বলব ৯ অগাস্ট আপনারা নবান্ন অভিযানের ডাক দিন। আমি রাজনৈতিক পতাকা দূরে রেখে, ওই দিন ২৬-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার দেখিয়ে দিতে চাই, আপনি আমাদের বাড়ির কন্যাদের সম্ভ্রম এভাবে কেড়ে নিতে পারেন না।'
কসবা আইন কলেজে ছাত্রী নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা। রবিবার গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাত্র রাজনীতি ও মহিলাদের সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন।
শুভেন্দুর হুঁশিয়ারি: ২ জুলাই কসবা অভিযান
মিছিল শেষে শুভেন্দু জানান, 'আগামী ২ জুলাই কসবা অভিযান হবে। মা-বোনেরা ঝাঁটা নিয়ে আসবেন। হাজার হাজার মানুষ পথে নামবেন। আমরা এর শেষ দেখে ছাড়ব।' পাশাপাশি তিনি বলেন, 'আমি কয়েকদিনের মধ্যে আরজি করের নির্যাতিতার বাড়ি যাব। বাবা-মাকে বলব, গতবছর ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। আমি বলব ৯ অগাস্ট আপনারা নবান্ন অভিযানের ডাক দিন। আমি রাজনৈতিক পতাকা দূরে রেখে, ওই দিন ২৬-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার দেখিয়ে দিতে চাই, আপনি আমাদের বাড়ির কন্যাদের সম্ভ্রম এভাবে কেড়ে নিতে পারেন না।'
পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ শুভেন্দুর
শুভেন্দু আরও বলেন, 'আজ দু’ছেলের বাবা, বিবাহিতরাও ছাত্রনেতা। কলেজ-ইউনিভার্সিটি দখল করে নিয়েছে গ্যাংরা। যে দুষ্কৃতীরা ঘটনার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে তৃণমূল নেতাদের ছবিও প্রকাশ্যে এসেছে।'
শুভেন্দু তীব্র ভাষায় পুলিশকর্তা মনোজ ভার্মার নাম করে বলেন, 'মনোজ ভার্মা কোথায় লুকিয়ে দিলেন সেই ছাত্রী ও তার বাবা-মাকে? রাজ্য মহিলা কমিশনের কোনও ভূমিকা নেই আজ। মনোজ ভার্মা, আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে।'
‘কন্যাযাত্রা’ চলবে
তিনি বলেন, 'পার্ক স্ট্রিট থেকে কসবা, যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে সরানো হচ্ছে, ততক্ষণ ‘কন্যাযাত্রা’ চলবে। এখন সময় এসেছে গণ আন্দোলনের। পতাকা নিয়ে লড়ুন, পতাকা ছাড়া লড়ুন—কিন্তু লড়তেই হবে।'
হুল উৎসবেও প্রতিবাদ
শুভেন্দু অধিকারী জানান, 'আগামিকাল আদিবাসীদের হুল উৎসব। যেখানে যেখানে এই উৎসব হবে না, সেখানে প্রতিবাদ মিছিল বের হবে।'