কংগ্রেস ছাড়ছেন কৌস্তভ বাগচী ? কৌস্তভের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'সম্মানের সঙ্গে দল করাটা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমার পক্ষে স্তাবকতা সম্ভব নয়, খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব।'
আইনজীবী কৌস্তভের এই পোস্ট ঘিরেই এখন শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, সম্প্রতি AICC-র তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে তাতে পশ্চিমবঙ্গ থেকে ৬৮জন নির্বাচিত সদস্য ও ২০ জনকে কোঅপ্ট করা হয়েছে। তবে সেই তালিকায় নাম নেই কৌস্তভের। সেই কারণেই হয়তো দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কৌস্তভ।
আরও পড়ুন : 'ডিএ আন্দোলনকারীরা গণশত্রু', TMC-কে পাল্টা আক্রমণ ভাস্কর ঘোষ, CPIM ও কর্মচারী পরিষদের
এদিকে কৌস্তভের দল ছাড়ার জল্পনা ও ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই নিয়ে ফেসবুক পোস্টও করেছেন। তিনি আজতক বাংলাকে বলেন, 'আমি তাঁর ফেসবুক পোস্ট দেখেছি। তবে তিনি যে দল ছাড়ছেন এটা তো এখনও পরিষ্কার নয়। আর খারাপ দিনে কাউকে মন্দ কথা বলা আমাদের সংস্কৃতি নয়।'
দেবাংশুর আরও সংযোজন, 'কৌস্তভ বাগচী একজন ভালো আইনজীবী। রাজ্যে কংগ্রেস এমনিতেই স্যান্ডো গেঞ্জির বুক পকেট। তার উপর যে চার আনা দাম, সেটাও দিচ্ছে না কংগ্রেস। এই কৌস্তভ বাগচীরাই তৃণমূল ছেড়ে কটাক্ষ করতেন। বলতেন, তৃণমূল নেতাদের দমবন্ধ হয়ে আসছে। তাই তাঁরা দল ছেড়ে পালাচ্ছে। আমার তো এখন মনে হচ্ছে, কৌস্তভ বাগচীরও শ্বাসকষ্ট শুরু হয়েছে। আর কৌস্তভ বাগচীর ফেসবুক থেকেই পরিষ্কার যে, তালিকায় নাম না থাকায় তিনি কংগ্রেসকে কার্যত থ্রেট করছেন।'