Advertisement

Kavi Subhash metro: কবি সুভাষের যাত্রীদের জন্য শাটল পরিষেবা চালু, কত ভাড়া? টাইম টেবিলও রইল

দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কারের জন্য আগামী ন’মাসের জন্য বন্ধ রাখা হচ্ছে। ফলে সমস্যায় পড়তে চলেছেন হাজার হাজার নিত্যযাত্রী। যাত্রীদের এই ভোগান্তি কমাতেই রাজ্য পরিবহণ দফতরের তরফে চালু করা হচ্ছে বিশেষ শাটল বাস পরিষেবা, যা কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করবে।

অফিস টাইমে বাস ধরার তাড়া।-ফাইল ছবিঅফিস টাইমে বাস ধরার তাড়া।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Aug 2025,
  • अपडेटेड 11:25 AM IST
  • দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কারের জন্য আগামী ন’মাসের জন্য বন্ধ রাখা হচ্ছে।
  • ফলে সমস্যায় পড়তে চলেছেন হাজার হাজার নিত্যযাত্রী।

দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কারের জন্য আগামী ন’মাসের জন্য বন্ধ রাখা হচ্ছে। ফলে সমস্যায় পড়তে চলেছেন হাজার হাজার নিত্যযাত্রী। যাত্রীদের এই ভোগান্তি কমাতেই রাজ্য পরিবহণ দফতরের তরফে চালু করা হচ্ছে বিশেষ শাটল বাস পরিষেবা, যা কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করবে।

আজ, সোমবার থেকে এই শাটল বাস পরিষেবা চালু হল। পরিবহণ দফতর জানিয়েছে, যতদিন না কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার কাজ শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। প্রতিটি বাসে ৩২টি আসন থাকবে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ টাকা।

কবি সুভাষ মেট্রো ভাঙার কাজ চলছে।-ছবি:পিটিআই

পরিষেবা মিলবে প্রতিদিন দু’টি ভাগে, সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। কবি সুভাষ স্টেশন থেকে যাত্রীরা সরাসরি শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরতে পারবেন।

পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনটি বন্ধ থাকায় অনেকেই সমস্যায় পড়তে পারেন, তাই তাঁদের জন্যই এই বিকল্প ব্যবস্থা।

 

উল্লেখ্য, কবি সুভাষ মেট্রো স্টেশনটি দক্ষিণ ২৪ পরগনার বহু মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে শুধুমাত্র মেট্রো নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস পরিষেবাও পাওয়া যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করেন। তাই স্টেশনটি বন্ধ হওয়ায় যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা ছিল।

পরিস্থিতির গুরুত্ব বুঝেই রাজ্য সরকার এই শাটল পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য পরিবহণ দফতর কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে দ্রুত সংস্কার কাজ শেষ করে স্টেশনটি ফের চালুর অনুরোধ জানিয়েছে। যাত্রীরা আশা করছেন, এই শাটল বাস ব্যবস্থা অন্ততপক্ষে এই সময়ের জন্য কিছুটা স্বস্তি এনে দেবে।

 

Read more!
Advertisement
Advertisement