Advertisement

Kavi Subhash Metro: কবি সুভাষ মেট্রো স্টেশন কেন বন্ধ? কবে খুলতে পারে? খোঁজ নিল bangla.aajtak.in

পিলারে ফাটল দেখা দেওয়ায় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনে পরিষেবা। সোমবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে পরিষেবা। চলবে মেরামতির কাজ। ভোগান্তির শিকার হবেন নিত্যাযাত্রীরা। সকলেরই প্রশ্ন, কবে ফের চলবে মেট্রো?

কবি সুভাষ মেট্রো কবি সুভাষ মেট্রো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jul 2025,
  • अपडेटेड 5:19 PM IST
  • পিলারে ফাটল দেখা দেওয়ায় বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন
  • আপাতত ওই স্টেশন থেকে মেট্রো চলবে না অনির্দিষ্টকালের জন্য
  • কবে ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে এই জংশন স্টেশনে?

নিউ গড়িয়া স্টেশনে নেমেই হাতের নাগালে কবি সুভাষ মেট্রো স্টেশন। দক্ষিণ, মধ্য এবং উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে দ্রুত এবং যানজট এড়িয়ে পৌঁছনোর জন্য মেট্রোই ভরসা নিত্যযাত্রীদের। কিন্তু সোমবার দুপুর থেকে আচমকাই অনির্দিষ্টকালের জন্য এই জংশন স্টেশন বন্ধ করে দেওয়ার কথা জানায় মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই স্টেশনের পিলারে ফাটল ধরেছে। ফলত মেরামতি চলবে এখন। অগত্যা একটি স্টপ এগিয়ে বৃজি এলাকার শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে হবে অথবা অন্য যানবাহনে চাপতে হবে স্কুল-কলেজ, অফিসযাত্রীদের। সেক্ষেত্রে সকলেরই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে পরিষেবা? কবে ফের কবি সুভাষ স্টেশন থেকে চলবে মেট্রো?

কী হয়েছে কবি সুভাষ স্টেশনে?
গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়েছে। মেট্রো সূত্রে খবর, সোমবার প্রবল বৃষ্টিতে মাটি বসে গিয়ে আপ প্ল্যাটফর্মে সমস্যা দেখা দেয়। সে কারণে সোমবার দুপুরে ১২.৩০ মিনিটের পর থেকেই পরিষেবা স্থগিত করে দেওয়া হয়েছিল। এরপর কর্তৃপক্ষ জানায়, আপাতত বন্ধ থাকবে এই মেট্রো স্টেশন। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো চলবে। 

যাত্রী ভোগান্তি 
মেট্রোর এই ঘোষণা শুনে রীতিমতো মাথায় হাত পড়ে নিত্যযাত্রীদের। প্রতিদিন কমবেশি ৩০ হাজার যাত্রী এই স্টেশনে যাতায়াত করেন। সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধের দেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার হবেন তারা। গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়তে হবে সকলকেই। ফলে সকলেরই এক প্রশ্ন, কবে স্বাভাবিক হবে কবি সুভাষের পরিষেবা?

কী জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ?
মেট্রো রেলের জনসংযোগ বিভাগের তরফে বলা হয়েছে, 'পিলারে ফাটল দেখা যাওয়ার কারণে আপাতত কবি সুভাষ স্টেশনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা যাত্রী সুরক্ষা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইনি। এই মুহূর্তে মেরামত না হলে ওই স্টেশন থেকে মেট্রো চালানো সম্ভব নয়। আমরা জানি যাত্রীদের সমস্যা হবে। তাই যত দ্রুত সম্ভব ফের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলবে।' জনসংযোগ আধিকারিক যদিও বলেন, 'ঠিক কবে থেকে ফের পরিষেবা শুরু করা যাবে, তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।' 

Advertisement

তবে কবি সুভাষ অর্থা নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। 

গোড়ায় গলদ?
সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৫ বছর আগে কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্ম নির্মাণের সময়েই মাটি বসে গিয়ে থাকতে পারে। সেই থেকেই সমস্যা হয়েছিল। যার জন্য এই প্ল্যাটফর্মের সামনের এবং পিছনের দিকের তলের উচ্চতা অসমান বলেও মনে করা হয়। বর্তমানে মাটি বসে গিয়ে সেই সমস্য়া আরও বৃদ্ধি পেয়েছ। ফলে পরিষেবা সাময়িক বন্ধ রেখে পিলার মেরামতি ও অন্যান্য সংস্কারের কাজ চলবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই কবি সুভাষ স্টেশনের সমস্ত কর্মীকে অন্যান্য স্টেশনে বদলি করা হয়েছে। ফলে অনেকেরই অনুমান ফের পরিষেবা চালু করতে বিলম্ব হবে।

টালিগঞ্জের পর থেকে কবি সুভাষগামী মেট্রোর ট্র্যাক নির্মিত হয়েছে আদিগঙ্গার উপর। নরম কাদামাটি থাকায় বহু পিলারেই ফাটল ধরে থাকতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের একাংশের।
 

 

Read more!
Advertisement
Advertisement