Advertisement

KMC Election 2021 Result Firhad Hakim : 'আপনিই কলকাতার মেয়র?', উত্তরে ফিরহাদ বললেন...

KMC Election 2021 Result Firhad Hakim : বিরোধীদের 'ভোকাট্টা' করে ফের কলকাতার ছোটো বাড়ি দখলের পথে তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৩০টিরও বেশি আসন পেয়েছে রাজ্যের শাসকদল। কে হবেন মেয়র?

ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2021,
  • अपडेटेड 2:12 PM IST
  • কে হবেন কলকাতার পরবর্তী মেয়র ?
  • ফিরহাদ হাকিমকেই কি ফের মহানাগরিকের আশনে বসাবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
  • এই নিয়ে ফিরহাদ হাকিম কী বললেন?

বিরোধীদের 'ভোকাট্টা' করে ফের কলকাতার ছোটো বাড়ি দখলের পথে তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৩০টিরও বেশি আসন পেয়েছে রাজ্যের শাসকদল। কে হবেন মেয়র? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ফিরহাদ হাকিমকেই ফের মেয়র পদে বসাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

৮২ নম্বর ওয়ার্ডে ১৪,৮৬৭ ভোটে জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম। তিনিই কি মেয়র পদে বসতে চলেছেন? আজতক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের এই জয়ী প্রার্থী বলেন, 'মেয়র পদে কে বসবেন তা ঠিক করবে দল। দল বৈঠক ডাকছে। আমাদের প্রেসিডেন্ট বা মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকবেন। তারপর ঠিক হবে। দলের নিয়মই হল, সবাইকে ডেকে সবার সাথে আলোচনা করে তারপর কোনও সিদ্ধান্ত নেওয়া। এক্ষেত্রেও তাই হবে।' 

আরও পড়ুন

আজতক বাংলাকে ফিরহাদ হাকিম আরও জানান, কলকাতার তিনটি জিনিসের উন্নতি খুব দরকার। সেগুলো হল, দূষণ কমানো, ড্রেনেজের কাজগুলো সম্পন্ন ও কলকাতার পরিবহন যাতে আরও ভালো হয় সেদিকে নজর দেওয়া। 

কলকাতা পুরসভার মেয়র পদে বসবেন কে? এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৩ তারিখ মেয়রের নাম ঘোষণা হবে।  

 

Read more!
Advertisement
Advertisement