Advertisement

KMC Election result 2021 :'BJP ভোকাট্টা, গণতন্ত্রের উত্‍সবে গণতন্ত্রের জয়,' বললেন মমতা

কলকাতা পুর নির্বাচনে তৃণমূল ঝড়। বিপুল মার্জিনে জয়ী হচ্ছেন তৃণমূল প্রার্থীরা। দ্বিতীয় আসন নিয়ে টক্কর চলছে বিজেপি ও বামেদের। কংগ্রেস ও নির্দল ২ টি আসন পেয়েছে। ১৩৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। এই জয়ের পরেই মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Dec 2021,
  • अपडेटेड 12:28 PM IST
  • BJP ভোকাট্টা, গণতন্ত্রের উত্‍সবে গণতন্ত্রের জয়,'
  • জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • কলকাতা পুর নির্বাচনে তৃণমূলের ঝড়

কলকাতা পুর নির্বাচনে তৃণমূল ঝড়। বিপুল মার্জিনে জয়ী হচ্ছেন তৃণমূল প্রার্থীরা। দ্বিতীয় আসন নিয়ে টক্কর চলছে বিজেপি ও বামেদের। কংগ্রেস ও নির্দল ২ টি আসন পেয়েছে। ১৩৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। এই জয়ের পরেই মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী বললেন মমতা

তিনি বলেন, "আমি মানুষকে অভিনন্দন জানাই। এই নির্বাচন গণতন্ত্রের জয়। এটা উৎসবের মতো করে নির্বাচন হয়েছে। আমি আজ কামাখ্যায় যাচ্ছি। যাওয়ার আগে দেখা করে যাচ্ছি। মা-মাটি-মানুষের উপর কৃতজ্ঞ। আমি নম্র মস্তিস্কে মাথা নত করে আরও বেশি করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব। কলকাতা ও বাংলা সারা দেশকে পথ দেখাবে। বিজেপি, কংগ্রেস ও বামেরা পর্যদুস্ত হয়েছে। এটা মানুষের জয়। আমি মানুষের হয়ে কাজের জন্য কাজ করে যাব।"

এগিয়ে তৃণমূল

পুরভোটে এখনও পর্যন্ত ১৩৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। এর মধ্যে বেশ কয়েকটি আসনে ফল ঘোষণাও হয়ে গিয়েছে। ৩টি করে আসনে এগিয়ে বাম ও বিজেপি। ২টি করে আসনে এগিয়ে কংগ্রেস ও অন্যান্যরা। হেভিওয়েট সব প্রার্থীই মোটামুটি জিতেছেন। তবে ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এই পুরভোটে কলকাতায় বড় ধাক্কা খেয়েছে বিজেপি। ২০১৫ সালে পুরভোটেও ৭টি আসনে জিতেছিল তারা।

ধাক্কা বিজেপির

কিন্তু এখনও পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী গেরুয়া শিবির এগিয়ে মাত্র ৩টি আসনে। এই তিনটি আসনের মধ্যে রয়েছে মীনাদেবী পুরোহিত। টানা ৬বার এই নিয়ে কাউন্সিলর হয়ে রয়েছেন তিনি। অন্যদিকে বিজেপির আরেক হেভিওয়েট সজল ঘোষও ৫০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। জেতার পরে তিনি জানান, 'যতদিন থাকবো মানুষের দাস হয়ে থাকবেন।ঘরে কম বাইরে বেশি সময় দেবো। যাঁরা ভোট দিয়েছেন আর যাঁরা দেননি তাদের সকলের হয়ে কাজ করব।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement