কলকাতা পুরভোটে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তাদের প্রাপ্ত ভোট ১১.৮৯ শতাংশ। সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছে ৯ শতাংশের কিছু বেশি ভোট। তবে BJP-র দাবি, তৃণমূল কংগ্রেসই বামেদের এই আসন পাইয়ে দিয়েছে।
এই নিয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'সমান সংখ্যক বিরোধী আসন না পেলেও আমরা মানুষের জন্য রাস্তায় নেমে বিরোধিতা করব। কর্পোরেশন করে একতরফা নিজেদের মতো করে ওরা যা ইচ্ছে তাই করুক। আমরা সবাই এক্ষেত্রে বিরোধিতা করব। আর CPIM-কে কিছু উপকরণ পাইয়ে দিয়েছে। সবটাই তৃণমূলের প্ল্যান।'
CPIM-কে আসন পাইয়ে দিয়েছে এর পক্ষে যুক্তি দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, 'যে কোনওভাবে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে তৃণমূল সব রকম পরিকল্পনা করেছিল। আর ওরা চেয়েছিল আমরা যেন ভোট না পাই। তাতে ওরা সফল হয়েছে।'
বামেদের সিট পাইয়ে দেওয়া ও রিগিং করে ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ করে সুকান্ত মজুমদারের দাবি, পুরোটাই চক্রান্ত। রাজ্যের বিরুদ্ধে গভীর চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। তাঁর কথায়, 'বাংলাকে নিয়ে আলাদা একটা চক্রান্ত চলছে। এটার সঙ্গে সবাই সরাসরি ভাবে যুক্ত। ইসলামিক স্টেট করার চক্রান্ত চলছে বাংলাকে।' বামেদের থেকে কম শতাংশ ভোট পেলেও বিরোধী দলের ভূমিকা তাঁরা যথার্থভাবে পালন করবেন বলেও দাবি করেছেন সুকান্তবাবু।
প্রসঙ্গত, এবারের ভোটে তৃণমূল কংগ্রেস এককভাবে ১৩৪টি আসন পেয়েছে। সেখানে বিজেপি পেয়েছে মাত্র ৩ টি আসন। ২টি করে আসন পেয়েছে বাম ও কংগ্রেস। নির্দল জিতেছে ৩ আসনে।