এই বছর প্যান্ডেল হপিংয়ে বেশি সময় পাবেন। অনেক কম সময় নষ্ট হবে। মেট্রোয় চড়েই ঘোরা যাবে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। যতই ভিড় হোক না কেন, এবার শহরের পুজোর আনন্দ বাড়িয়ে দিতে প্রস্তুত কলকাতার মেট্রো। কারণ গতবারের চেয়ে অনেকটাই বাড়ছে পুজোর মেট্রোর সংখ্যা।
দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী। এই ছয় দিন সব কটি লাইনে চলবে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এবছর এই সময়কালে মোট ৩,০২১টি বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে ব্লু, গ্রিন, পার্পল ও ইয়েলো লাইনে। যা গত বছরের পরিষেবার তুলনায় ৬৫১টি বেশি।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ পরিষেবাগুলি শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত যাত্রীদের পৌঁছে দিতে সক্ষম হবে। এবছর প্রথমবারের জন্য পার্পল ও ইয়েলো লাইন এবং গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে সল্টলেক সেক্টর V অংশেও চালু হচ্ছে পুজোর স্পেশাল মেট্রো।
ছয় দিনের এই পরিষেবায় মোট ৯০.৬৩ লক্ষ যাত্রীর পরিবহণ ক্ষমতা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তুলনায় বলা যায়, গত বছরের আসল যাত্রীসংখ্যা ছিল ৪১.১৫ লক্ষ, ফলে এবছর ১২০ শতাংশের বেশি বৃদ্ধি পাচ্ছে এই বহনক্ষমতা।
পুজোর আগেই কলকাতা মেট্রো চালু করেছে নতুন একটি ‘স্মার্ট কার্ড স্কিম’, যার মেয়াদ থাকছে ১০ বছর এবং দামও সাশ্রয়ী। প্রথম দিন থেকেই এই স্কিম ঘিরে যাত্রীদের প্রতিক্রিয়া বেশ উৎসাহজনক।
কর্তৃপক্ষের পরামর্শ, যাত্রীরা যেন এই স্মার্ট কার্ড বা ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করেন, যাতে বুকিং কাউন্টারে ভিড় এড়িয়ে নির্বিঘ্ন যাত্রা করা যায়। পাশাপাশি, ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ থেকেও আগাম টিকিট বুক করা যাচ্ছে। এতে সময় ও টাকাও সাশ্রয় হবে।
দুর্গাপুজোয় কলকাতা দেখতে আসেন বহু দেশি-বিদেশি পর্যটক। সেই ভিড় সামলাতে এবার থেকেই প্রস্তুতি নিয়েছে মেট্রো রেল। শহরের বাসিন্দা থেকে শুরু করে পর্যটক। সবার সুবিধার জন্যই এই অতিরিক্ত পরিষেবা। মেট্রো রেল কলকাতার তরফে জানানো হয়েছে, “শহরবাসী এবং পুজোয় কলকাতা আসা সব পর্যটকদের জন্য রইল পুজোর শুভেচ্ছা। এবার মেট্রোই হয়ে উঠুক পুজোর সেরা ভরসা।”