Advertisement

Kolkata Airport Metro: মেট্রোয় এয়ারপোর্ট থেকে শিয়ালদা বা রুবি ভাড়া কত? রইল পুরো ফেয়ার চার্ট

আগামী ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প উদ্বোধন হতে চলেছে। এর মধ্যে অন্যতম হল নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন। পাশাপাশি চালু হচ্ছে রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়ে সেক্টর-৫ পর্যন্ত রুট।

কলকাতা মেট্রো।-ফাইল ছবিকলকাতা মেট্রো।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 2:45 PM IST
  • আগামী ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প উদ্বোধন হতে চলেছে।
  • এর মধ্যে অন্যতম হল নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন।

আগামী ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প উদ্বোধন হতে চলেছে। এর মধ্যে অন্যতম হল নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন। পাশাপাশি চালু হচ্ছে রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়ে সেক্টর-৫ পর্যন্ত রুট।

কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন হতে চলেছে এশিয়ার অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। বিমানবন্দরের পাশে হওয়ায় যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে। মুম্বই, দিল্লি, লখনউ ও চেন্নাইয়ের পর কলকাতা হল ভারতের পঞ্চম শহর, যেখানে বিমানবন্দরের সঙ্গে সরাসরি মেট্রো পরিষেবা যুক্ত হচ্ছে।

ভাড়া কত হবে?
নতুন রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা এবং সর্বাধিক ভাড়া ৭০ টাকা ঠিক করা হয়েছে।
বিমানবন্দর - যশোর রোড: ৫ টাকা
বিমানবন্দর - দমদম ক্যান্টনমেন্ট: ১০ টাকা
বিমানবন্দর - নোয়াপাড়া: ২০ টাকা
বিমানবন্দর - চাঁদনি চক বা এসপ্ল্যানেড: ৪০ টাকা
বিমানবন্দর - কবি সুভাষ: ৪৫ টাকা
বিমানবন্দর - রুবি (হেমন্ত মুখোপাধ্যায়): ৬৫ টাকা
বিমানবন্দর - হাওড়া: ৫০ টাকা
বিমানবন্দর - সেক্টর-৫ বা করুণাময়ী: ৭০ টাকা

যাত্রীদের সুবিধা
এই নতুন পরিষেবা চালু হলে বিমানবন্দরে পৌঁছনো থেকে শুরু করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত অনেক দ্রুত ও আরামদায়ক হবে। যারা দীর্ঘ দূরত্বের ট্রেনে আসেন বা বিমান ধরতে চান, তাদের জন্যও এই মেট্রো একটি বড় স্বস্তির খবর। এয়ারপোর্ট থেকে শিয়ালদা যেতে খরচ হবে সর্বাধিক ৫০ টাকা আর রুবি পর্যন্ত গেলে দিতে হবে ৬৫ টাকা।

 

Read more!
Advertisement
Advertisement