
অসহ্য গরমে একফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিনবঙ্গে আগামী ৫ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হবে ঝোড়ো হওয়া। আর এই হাওয়া বদলের সৌজন্য ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার সকাল থেকেই অবশ্য অসহনীয় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তাপমাত্রা ওসামান্য কমতে পারে। রবিবার থেকে সোমবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
কালবৈশাখীরও পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে।
কলকাতায় বৃষ্টি কখন?
কলকাতাতেও উইকএন্ডে হাওয়া বদল হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বিকেলে বিক্ষিপ্ত ভাবে কোনও কোনও অংশে বৃষ্টি হলেও মূলত রবিবারই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শহরে। শনিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন শহরের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পরিস্থিতি। ভারী বৃষ্টি হবে উপরের ৫ জেলায়। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না উত্তরবঙ্গে। তবে সোমবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, আগামী ৫ দিনে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনও সতর্কবার্তা নেই। সোশ্যাল মিডিয়ায় এই দাবি সংক্রান্ত পোস্ট ভুয়ো বলে জানিয়েছে হাওয়া অফিস।