কলকাতা শহরে বেআইনি অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। সেই অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে শিয়ালদা স্টেশনের বাইরে এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) বেআইনি অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম হাসান শেখ, সে মালদার বাসিন্দা। তার কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
ট্রেনে অস্ত্র পাচার, এসটিএফের নজরে সন্দেহভাজন
গোয়েন্দা সূত্রে আগেই খবর ছিল যে শিয়ালদা স্টেশন চত্বরে বেআইনি অস্ত্রের চালান আসতে পারে। সেই তথ্যের ভিত্তিতে এসটিএফের আধিকারিকরা ওত পেতে ছিলেন। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদা স্টেশনের বাইরে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর তার ব্যাগ তল্লাশি করতেই মেলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
বিহার থেকে অস্ত্র আসার রুট চিহ্নিত
প্রাথমিক জেরায় ধৃত হাসান শেখ জানিয়েছে, অস্ত্রগুলি বিহারের খাগাড়িয়ায় তৈরি হয়। সেখান থেকে সড়কপথে মানসিং-এ পাঠানো হয় এবং পরে কালিয়াচক হয়ে ট্রেনে কলকাতায় আসে। এসটিএফ সন্দেহ করছে যে শহরে বেআইনি অস্ত্রের বড় চক্র সক্রিয় রয়েছে এবং এই অস্ত্র কোথায়, কার কাছে পৌঁছনোর কথা ছিল, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
আদালতে তোলা হবে অভিযুক্তকে
ধৃত হাসান শেখকে সোমবারই আদালতে পেশ করা হবে। তদন্তকারীরা জানতে চাইছেন, এই অস্ত্রচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং শহরের কোন কোন এলাকায় অস্ত্র সরবরাহ করা হচ্ছিল।
কলকাতায় বেআইনি অস্ত্র ব্যবসা নিয়ে ইতিমধ্যেই পুলিশের মাথাব্যথা বেড়েছে। একের পর এক গোলাগুলির ঘটনা ও খুনের ঘটনায় বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। ফলে এই অস্ত্র উদ্ধার শহরের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ বলেই মনে করছে তদন্তকারী সংস্থা।