Baghajatin State General Hospital: ফের সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল (Allegation of Medical Negligence)। জীবিত রোগীকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। পরে অবশ্য ওই রোগী মারা যান। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। হাসপাতাল নিজেদের দোষ মেনে নিয়েছে। এবং দোষ প্রমাণ হলে শাস্তি দেওয়া হবে বলে দাবি করেছে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল (Baghajatin State General Hospital)-এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
সকালে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি
রথতলা এলাকার বাসিন্দা ৬৫ বছরের কৃষ্ণ বাহাদুর থাপা নামে এক ব্যক্তির বুধবার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। তাঁকে পরিবারের সদস্যরা বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল (Baghajatin State General Hospital)-এ নিয়ে আসেন।
নিয়ে যেতেই মৃত ঘোষণা
পরিবারের দাবি, তাঁকে দেখে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। যদিও চিকিৎসক চলে যাওয়ার পর রোগী ফের উঠে শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করেন বলে দাবি। রোগী জীবিত আছেন দেখতে পেয়ে রোগীর পরিবারের লোকেরা ফের চিকিৎসকদের খোঁজে ডাকাডাকি শুরু করেন।
অভিযোগ, সেই সময় ডাকাডাকি করেও কোন চিকিৎসক বা নার্স কাউকেই দ্রুত পাওয়া যায়নি। এর অনেকক্ষণ পর চিকিৎসক এসে পৌঁছলে মৃত্যু হয় রোগীর।
রোগীর পরিবারের দাবি, কর্তব্যে গাফিলতি (Allegation of Medical Negligence)-র জেরেই আগের বার জীবিত রোগীকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসক। মৃতের মেয়ের অভিযোগ, প্রথমবার ভুল করে মৃত ঘোষণা না করে, সঠিক চিকিৎসা করলে তাঁর বাবার প্রাণ বেঁচে যেতে পারত।
এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল (Baghajatin State General Hospital)-এ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। অভিযুক্ত চিকিৎসককে বাথরুমে আটকে রাখে রোগীর পরিবার।
এরপর নেতাজিনগর থানার পুলিশ গিয়ে চিকিৎসককে উদ্ধার করে। এদিন ছট পুজোর ছুটি থাকায় হাসপাতালের পাওয়া যায়নি হাসপাতাল (Baghajatin State General Hospital) সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার কাউকেই।
হাসপাতালের বক্তব্য
পরে হাসপাতাল (Baghajatin State General Hospital) সুপার নীলাঞ্জন দস্তিদার চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়ে বলেন, ওই চিকিৎসক রোগীর পরিবারকে বোঝাতে ভুল করেছেন। তাঁকে মৃত ঘোষণা না করে তিনি বলতে চেয়েছিলেন তাঁর বাঁচার আশা নেই। কিন্তু তার কথায় অসঙ্গতি ছিল তাই তিনি সঠিক বোঝাতে পারেননি। আমরা একটি অভ্যন্তরীণ তদন্ত করব এবং দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেব।