Advertisement

Chetla Agrani Durga Puja Fire Incident: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন, দর্শনার্থীদের জন্য বন্ধ

চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে বৃহস্পতিবার সকালে হঠাৎ আগুন লাগে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন। নিরাপত্তার স্বার্থে আপাতত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখেছেন পুজো উদ্যোক্তারা। স্থানীয় পুলিশও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে। দুর্গাপূজার মরশুমে এমন ঘটনায় আতঙ্ক ছড়ায়।

চেতলা অগ্রণীর প্রতিমা।-ফাইল ছবিচেতলা অগ্রণীর প্রতিমা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 5:50 PM IST
  • চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে বৃহস্পতিবার সকালে হঠাৎ আগুন লাগে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
  • দমকলের কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে বৃহস্পতিবার সকালে হঠাৎ আগুন লাগে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন। নিরাপত্তার স্বার্থে আপাতত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখেছেন পুজো উদ্যোক্তারা। স্থানীয় পুলিশও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে। দুর্গাপূজার মরশুমে এমন ঘটনায় আতঙ্ক ছড়ায়।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল কলকাতার একাধিক পুজো মণ্ডপ। তার মধ্যেই ক্ষতি হয় চেতলা অগ্রণীরও। রবিবার মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখ এঁকে উদ্বোধন করেছিলেন এই পুজোর। তার পর থেকেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছিল। মঙ্গলবার সকালে শুকনো আবহাওয়ার সুযোগে অনেকে মণ্ডপ দর্শনে যান। কিন্তু হঠাৎ অগ্নিকাণ্ডে উদ্যোক্তারা অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

যদিও অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষয়ক্ষতির খবর নেই এখনও পর্যন্ত। ফের কবে চেতলা অগ্রণীর মণ্ডপ খুলবে, তা ঘোষণা করা হবে। দর্শনার্থীরা এখনই মণ্ডপ দর্শন করতে পারবেন না বলে দুঃখপ্রকাশ করা হয়েছে ক্লাবের তরফে।

 

Read more!
Advertisement
Advertisement