Advertisement

App Cab Kolkata: 'সামনে না বসলে ঠাণ্ডা করব কী করে,' অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ

মহিলা আইনজীবীর দাবি, লেক গার্ডেন্স থেকে নাগেরবাজার যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করেছিলেন তিনি। সময় মতো ক্যাব এসে পিক আপ করে। গাড়ির পিছনের সিটে বসেন তিনি। কিন্তু গাড়ির এসি বন্ধ থাকায় তাঁর গরম লাগছিল। সেই সঙ্গে গাড়ির মধ্যে একটি অস্বস্তিকর গন্ধও ছিল। সেই কারণে গাড়ি চালককে তিনি এসি চালানোর জন্য অনুরোধ করেন। মহিলার অভিযোগ, সেই সময়েই তাঁকে কুপ্রস্তাব দেয় অ্যাপ ক্যাব চালক।

অ্যাপ ক্য়াব চালকের বিরুদ্ধে ফের মহিলাকে হেনস্থার অভিযোগঅ্যাপ ক্য়াব চালকের বিরুদ্ধে ফের মহিলাকে হেনস্থার অভিযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2023,
  • अपडेटेड 3:53 PM IST
  • অ্যাপ ক্য়াব চালকের বিরুদ্ধে ফের মহিলাকে হেনস্থার অভিযোগ।
  • মহালয়ার দিন কলকাতায় এক আইনজীবীকে কুপ্রস্তাব দিয়েছেন এক অ্যাপ ক্যাব চালক।
  • পুলিশে অভিযোগে এমনটাই জানিয়েছেন ওই মহিলা। অভিযুক্ত অ্যাপ ক্যাব চালককে খুঁজছে পুলিশ। 

অ্যাপ ক্য়াব চালকের বিরুদ্ধে ফের মহিলাকে হেনস্থার অভিযোগ। মহালয়ার দিন কলকাতায় এক আইনজীবীকে কুপ্রস্তাব দিয়েছেন এক অ্যাপ ক্যাব চালক। পুলিশে অভিযোগে এমনটাই জানিয়েছেন ওই মহিলা। অভিযুক্ত অ্যাপ ক্যাব চালককে খুঁজছে পুলিশ। 

মহিলা আইনজীবীর দাবি, লেক গার্ডেন্স থেকে নাগেরবাজার যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করেছিলেন তিনি। সময় মতো ক্যাব এসে পিক আপ করে। গাড়ির পিছনের সিটে বসেন তিনি। কিন্তু গাড়ির এসি বন্ধ থাকায় তাঁর গরম লাগছিল। সেই সঙ্গে গাড়ির মধ্যে একটি অস্বস্তিকর গন্ধও ছিল। সেই কারণে গাড়ি চালককে তিনি এসি চালানোর জন্য অনুরোধ করেন। মহিলার অভিযোগ, সেই সময়েই তাঁকে কুপ্রস্তাব দেয় অ্যাপ ক্যাব চালক। 

মহিলার অভিযোগ, 'এসি চালানের কথা বলতেই চালক সামনে এসে তার পাশে বসতে বলে। আমি বলে কেন, তোমার পাশে বসতে যাব। তখন চালক বলে, পাশে না বসলে ঠান্ডা করব কীভাবে?'

মহিলার দাবি, এরপরই বিপদের ভয়ে তিনি গাড়ির দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। লেক গার্ডেন্স ব্রিজের কাছে ক্যাব থেকে নেমে যেতে চান তিনি। কিন্তু সেই সময়ে তাঁর শ্লীলতাহানি করে চালক, অভিযোগ মহিলার। তাঁর দাবি, গাড়ি থামিয়ে আমাকে জোর করে ঠেলে গাড়িতে বসানোর চেষ্টা করে চালক। এরপর আমি কোনওরকমে ক্যাব থেকে নামি।'

মহিলা জানিয়েছেন, এর পরেই সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করেন। পুলিশে অভিযোগ জানান। তাই নয়, চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক এখনও অধরা।

TAGS:
Read more!
Advertisement
Advertisement